জ্যোতিষশাস্ত্র মতে, রাহু ও কেতুর অবস্থান জাতক জাতিকাদের জীবনে নানান ধরনের বিষয়কে নির্ধারণ করে। আসন্ন সময়ে রাহু ও কেতুর বিশেষ অবস্থানের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। জ্যোতিষমতে, জাতকজাতিকাদের ভাগ্যের জন্য রাহু কেতু গোচর বেশ তাৎপর্যপূর্ণ। দেখে নেওয়া যাক, আসন্ন সময়ে রাহু কেতুর গোচর কাদের কাদের লাভ দেবে।
মিথুন
মিথুন রাশির জাতক জাতিকারা রাহু কেতুর গোচরে লাভবান হবেন। এই সময় ভাগ্যের সহায়তা মিলবে। চাকরিতে উন্নতি, ও আয় বাড়তে শুরু করবে। চাকরিরতদের এই সময় খুবই লাভদায়ক। নতুন চাকরির প্রস্তাব পাবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগও পাবেন।
( BJP WhatsApp Pramukh:প্রথমবার…বিজেপি নিয়োগ করল ‘হোয়াটসঅ্যাপ প্রমুখ’! মধ্যপ্রদেশের রাজনীতিতে ঝড় তুলছেন রামকুমার চৌরাসিয়া)
( How to Identify Turmeric Adulteration: হলুদ গুঁড়োয় ভেজাল নিয়ে সন্দেহ? খাঁটি কি না জানুন এই ঘরোয়া পদ্ধতিতে)
ধনু
ধনু রাশির জন্য রাহু কেতুর গোচর লাভদায়ী হবে। আপনার আয়ে বৃদ্ধি হতে পারে। কর্মস্থলে নতুন দায়িত্ব আসবে। তবে এরই মাঝে খরচ খরচায় একটু কাবু পেতে হবে। আর্থিক দিক থেকে পরিস্থিতি আগের থেকে ভালো হবে। আপনি ধন সম্পত্তি সঞ্চয় করতে সক্ষম হবেন।
( Mahalakshmi Yog Lucky Rashi: খুব শিগগিরিই আসছে মহালক্ষ্মী যোগ!চাকরি, ব্যবসায় তুমুল সমৃদ্ধি বর্ষণ আসন্ন ৩ রাশির)
( Anmol Bishnoi:বাবা সিদ্দিকির হত্যা সহ বহু হাইপ্রোফাইল কেসে অভিযুক্ত! গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল আটক আমেরিকায়)
মকর
মকর রাশির জন্য রাহু কেতুর গোচর খুবই লাভদায়ী। মকর রাশির জাতক জাতিকারা আকস্মিক ধন পেতে পারেন। ধার্মিক কাজে মন দিতে পারেন। চাকরিতে রয়েছে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। পরিবারের সঙ্গত পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে।
রাহু-কেতু গোচর:- ২০২৫ সালে একাধিক গ্রহের রাশি পরিবর্তন রয়েছে। আর সেই রাশি পরিবর্তন ২০২৫ সালে বহু রাশির জাতক জাতিকাকে সুখের মুখ দেখাবে। ২০২৫ সালের ১৮ মে রাহু ও কেতুর গোচর রয়েছে ভোর ৪ টে ৩০ মিনিটে। যে কোনও রাশিতে রাহু ও কেতি ১৮ মাস ধরে থাকে।
(How to identify Chinese Garlic: বাজার ছেয়ে যাচ্ছে… চিনা রসুন কী দেখে চিনবেন? রইল সহজ টিপস)