বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময় পর পর নিজের অবস্থান পাল্টায়। তেমনই শনিদেব থেকে শুরু করে বুধ, সূর্য মিলে, এই তিন গ্রহ এক বিশেষ ত্রিগ্রহী যোগ তৈরি করবেন। তারফলে বহু রাশির জাতক জাতিতারা লাভের মুখ দেখতে চলেছেন। বুধ, সূর্য, শনির এই যুতি, মীন রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। তারফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। দেখা যাক, লাকি কারা?
বৃষ
এই যুতি আপনার রাশিতে আয়ের ভাবে হবে। এই সময় কাজের দিক থেকে ভালো সময় কাটবে। ধনলাভের যোগ থাকবে। কোনও বড় ব্যবসায়িক ডিল হতে পারে। এই ডিল শুভ প্রমাণিত হতে পারে। যাঁরা সন্তান প্রাপ্তির জন্য ভাবছেন, তাঁদের কাছে আসবে সুসংবাদ। পুরনো কোনও বিনিয়োগ থেকে টাকা রোজগার করতে পারেন। এই সময় নতুন কোনও কাজ শুরু করতে পারেন। পরিবারে খুশি আনন্দের পরিবেশ থাকবে। সুখ সুবিধা আনন্দ হতে পারে। এই সময় টাকার সঞ্চয় বাড়তে পারে।
( Modi on Mahakumbh 2025: ‘অবিস্মরণীয় ভিড়.. অকল্পনীয় দৃশ্য’, ২০২৫র প্রথম ‘মন কি বাত’-এ মহাকুম্ভের ভূয়সী প্রশংসায় মোদী)
( Raut on Bangladeshis: ‘মোদী, শাহকে বলুন সব বাংলাদেশিদের হঠাতে, শুরু করুন হাসিনাকে দিয়ে’, সইফ-হামলা নিয়ে BJPকে তোপ রাউতের)
( ‘বিএসএফের কাছে আছে,' বিজিবি-র জন্যও সাউন্ড গ্রেনেড ‘ক্রয়ের’ অনুমতি ইউনুস সরকারের! মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা)