ভয়ঙ্কর ঘটনা। বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল ৫ যুবক। ভোটের মধ্যেই এমন গুরুতর অভিযোগ উঠল শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে। অভিযোগ, নাবালিকাকে বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় পাশের একটি চা বাগানে। এরপর সেখানে ৫ যুবক মিলে তাকে গণধর্ষণ করে। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনায় অভিযোগ পেয়েই নকশালবাড়ি থানার পুলিশ ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনঃ প্রিজন ভ্যানের মধ্যে মহিলা বন্দীকে 'গণধর্ষণ', BJP রাজ্য বলে চুপ কমিশন? তোপ TMC-র
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে সোমবার। নাবালিকার বাড়ি মাটিগাড়া এলাকায়। সেখান থেকে সোমবার নকশালবাড়ি এলাকায়। এরপরেই ঘটে বিপত্তি। অভিযোগ, ওই রাতেই নাবালিকাকে এলাকার ৫ যুবক বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে যায়। বিয়েবাড়ির কাছাকাছি একটি চা বাগান রয়েছে। সেখানেই নাবালিকাকে নিয়ে গিয়ে অভিযুক্তরা একে একে তাকে মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ।
এদিকে, নাবালিকা লজ্জা ও ভয়ে প্রথমে কাউকে কিছুই বলতে পারেনি। পরে মঙ্গলবার সকালে মাকে সব কিছু খুলে বলে নাবালিকা। এরপর তারা থানায় অভিযোগ জানান। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বুধবার পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, ধৃতদের নাম হল- দর্পণ, দীনেশ, রেবাতুশ অনুপ এবং আশিস। পুলিশ জানিয়েছে, ধৃতরা নকশালবাড়ির সাতভাইয়ার বাসিন্দা। গ্রেফতারের পর বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা ধৃতদের। তাদের জামিনের আর্জি খারিজ করে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নির্যাতিতা নাবালিকা হওয়ায় পুলিশ ধৃতদের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করেছে। তাদের নিজেদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।