অহনা মুখোপাধ্যায় এবং রোশন কিশোর
মঞ্চটা ছিল নরেন্দ্র মোদীর। দেশের শাসনভার কার হাতে থাকবে, তা ঠিক করার ভোট ছিল। আর তাতে বাজিমাত করল মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ২৯টি আসনে জিতেছে পশ্চিমবঙ্গের শাসক দল। বিজেপি জিতেছে ১২টি আসনে। অর্থাৎ ২০১৯ সালের থেকে তৃণমূলের আসন সংখ্যা সাতটি বেড়েছে। আর বিজেপির ছ'টি আসন কমে গিয়েছে। অন্যদিকে, কংগ্রেসের একটি আসন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। সেটা যে সম্ভব হয়েছে, তার পিছনে অনেক কারণ আছে। আর তার মধ্যে অন্যতম হল অঞ্চলভিত্তিক শক্তি বাড়ানো। ত্রিবেদী সেন্টার ফর পলিটিক্যাল ডেটার তরফে পশ্চিমবঙ্গকে যে বৃহৎ পাঁচটি আঞ্চলে ভাগ করা হয়েছে, সেগুলির প্রতিটিতেই তৃণমূলের ফল ভালো হয়েছে। ২০১৯ সালের থেকে প্রতিটি অঞ্চলেই একটু-একটু তৃণমূলের প্রভাব বেড়েছে। যে জায়গাগুলিতে বিজেপি জিতেছিল, সেখানেও ফল করেছে। ফলস্বরূপ রাজ্যে বিজেপির প্রায় আড়াই গুণ আসন পেয়েছে তৃণমূল।
বর্ধমান অঞ্চলে আসন পরিসংখ্যান
১) ২০১৪ সালে ওই অঞ্চলের ৮৭.৫ শতাংশ আসন গিয়েছিল তৃণমূলের ঝুলিতে।
২) ২০১৪ সালে ওই অঞ্চলে মাত্র ১২.৫ শতাংশ পেয়েছিল বিজেপি।
৩) ২০১৯ সালে ৫০ শতাংশ আসনে জিতেছিল তৃণমূল।
৪) ২০১৯ সালে বিজেপির ঝুলিতে গিয়েছিল ৫০ শতাংশ আসন।
৫) ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৭৫ শতাংশ আসন জিতেছে তৃণমূল।
৬) ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির জয়ের হার হল ২৫ শতাংশ।
মধ্যবঙ্গের আসন পরিসংখ্যান
১) ২০১৪ সালে তৃণমূলের জয়ের হার ছিল ১৪.৩ শতাংশ।
২) ২০১৪ সালে ওই অঞ্চলে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। কোনও আসনে জিততে পারেনি।
৩) ২০১৯ সালে জয়ের হার বেড়ে দাঁড়িয়েছিল ২৮.৬ শতাংশ।
৪) ২০১৯ সালে ওই অঞ্চলে ভালো ফল করেছিল বিজেপি। ৪২.৯ শতাংশ আসন জিতেছিল।
৫) পাঁচ বছর আগে তৃণমূল যা ফল করেছিল, সেটাও ২০২৪ সালে ছাপিয়ে গিয়েছে তৃণমূল। জয়ের হার হল ৪২.৯ শতাংশ।
৬) ২০২৪ সালে নিজের জমি ধরে রেখেছে বিজেপি। জয়ের হার হল ৪২.৯ শতাংশ।
জঙ্গলমহলের আসন পরিসংখ্যান
১) ২০১৪ সালে সবগুলি আসনে জিতেছিল তৃণমূল। জয়ের হার ছিল ১০০ শতাংশ।
২) ২০১৪ সালে জঙ্গলমহল পুরো সবুজ ছিল। একটি আসনও জেতেনি বিজেপি।
৩) ২০১৯ সালে তৃণমূল জোরদার ধাক্কা খেয়েছিল। জয়ের হার নেমে দাঁড়িয়েছিল ৩৭.৫ শতাংশ।
৪) আরআরএসের হাত ধরে জঙ্গলমহলে তৃণমূলকে নড়িয়ে দিয়েছিল বিজেপি। জয়ের হার ছিল ৬২.৫ শতাংশ।
৫) ২০২৪ সালে জঙ্গলমহলে কিছুটা উন্নতি হয়েছে তৃণমূলের। জয়ের হার হল ৫০ শতাংশ।
৬) ২০১৪ সালে বিজেপির জয়ের হার হল ৫০ শতাংশ।
উত্তরবঙ্গের আসন পরিসংখ্যান
১) ২০১৯ সালে তৃণমূলের জয়ের হার ছিল ৭৫ শতাংশ।
২) ২০১৪ সালে বিজেপির জয়ের হার ছিল ২৫ শতাংশ।
৩) ২০১৯ সালে উত্তরবঙ্গে পুরোপুরি সাফ হয়ে গিয়েছিল তৃণমূল। ধসে গিয়েছিল পুরোপুরি। একটি আসনেও জিততে পারেনি।
৪) ২০১৯ সালে উত্তরবঙ্গে ঝড় তুলেছিল বিজেপি। জয়ের হার ছিল ১০০ শতাংশ।
৫) ২০২৪ সালে তৃণমূলের জয়ের হার হল ২৫ শতাংশ।
৬) ২০২৪ সালে বিজেপির জয়ের হার হল ৭৫ শতাংশ।
দক্ষিণবঙ্গের আসন পরিসংখ্যান
১) ২০১৪ সালে দক্ষিণবঙ্গে পুরোপুরি ঝড় তুলেছিল তৃণমূল। ১০০ শতাংশ আসনেই জিতেছিল।
২) ২০১৪ সালে বিজেপি খাতা খুলতে পারেনি।
৩) ২০১৯ সালে তৃণমূলের জয়ের হার ছিল ৮৬.৭ শতাংশ।
৪) ২০১৯ সালে বিজেপির জয়ের হার ছিল ১৩.৩ শতাংশ।
৫) ২০২৪ সালেও দক্ষিণবঙ্গে নিজের গড় ধরে রেখেছে তৃণমূল। দাপট দেখিয়েছে ঘাসফুল শিবির।