ভারত, বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা। এবার উত্তরবঙ্গের কোচবিহারের নারায়ণগঞ্জ এলাকায় বাংলাদেশের পাচারকারীদের ছোড়া পাথরে আহত হলেন এক বিএসএফ জওয়ান। এর আগে, নারায়ণগঞ্জ সীমান্তে ৯০ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানদের চোখে সীমান্তে কিছু সন্দেহজনক গতিবিধি নজরে পড়ে। আর তা খতিয়ে দেখতে গিয়েই তাঁদের দিতে ধেয়ে আসে মুহুর্মুহু পাথর। জানা গিয়েছে, এই পাথর বর্ষণ বাংলাদেশি পাচারকারীদের তরফে হয়েছে।
সোমবার গভীর রাতে কোচবিহারের দিনহাটার গিতালদহ এলাকার নারায়ণগঞ্জে ঘটেছে ঘটনাটি। বাংলাদেশ সীমান্তের ওপারে কিছু সন্দেহজনক গতিবিধি দেখতে পান বিএসএফ জওয়ানরা। জানা যায়, সেখানে কয়েকজন পাচারকারী নিষিদ্ধ জিনিস পাচারে ব্যস্ত ছিল। সেই কাজে বাংলাদেশের পাচারকারীদের সহযোগিতা করছিল ভারতের পাচারকারীরাও। এমনই অভিযোগ উঠেছে। সন্দেহ জাগতেই বিএসএফ তৎপর হয়। বিএসএফ তাদের কাজে বাধা দেয় ও বাংলাদেশিদের ফিরে যেতে বলে। তখনই বিএসএফকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এর জেরে এক বিএসএফ জওয়ান মাথায় আঘাত পান। জানা গিয়েছে মহারাষ্ট্রের বাসিন্দা বছর ২৫ ওই জওয়ানের নাম অনিল কুমার প্যাটেল। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পাচারকারীদের হঠাতে বিএসএফ শূন্যে গুলি ছোড়া শুরু করে বলে খবর। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন,এর আগেও আমরা দেখেছি সীমান্তে বাংলাদেশিরা বিএসএফের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বিএসএফ কেন চুপ করে আছে নাকি কোন অন্য বিষয়, তা খতিয়ে দেখা হোক, বলে তিনি মন্তব্য করেন।
( Bangladesh News: বাংলাদেশের গুমখানায় বন্দি ছিল বহু শিশুও! জেরার সময় 'ব্যবহার' করা হত ছোটদের? কী বলছে তদন্ত রিপোর্ট)
( Shukra dev Meen: ক'দিন পরই মীনে যাবেন শুক্র, তৈরি হবে রাজযোগ! বৃষ সহ ৫ রাশিতে সুখের সময় শুরু কবে থেকে?)
এদিকে, বিএসএফ সূত্রের খবর, বাংলাদেশের পাচারকারীরা কাঁটাতার কাটার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ভারতের ভূখণ্ডে প্রবেশ করা ছিল বলে প্রাথমিক অনুমান। তখনই কয়েকজন জওয়ান তাদের রোখার চেষ্টা করেন। আর তার পাল্টা হিসাবে জওয়ানদের লক্ষ্য করে পাল্টা হামলা করে পাচারকারীরা। এদিকে, বিএসএফের দিক থেকে গুলি চালানো শুরু হতেই, বাংলাদেশের দিকে পাচারকারীরা পালিয়ে যায়। উল্লেখ্য, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। প্রতিদিনই সীমান্তে এই নিয়ে বহু ধরপাকড় চলছে। তারই মাঝে গিতলদহের নারায়ণগঞ্জে এই ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য।