এবার পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হলেন বিজেপি বিধায়ক। বৃহস্পতিবার রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় এই দাবি তোলেন ডাবগ্রাম - ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাঁর দাবি উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ রাজ্য সরকার। তাই উত্তরবঙ্গের উন্নয়নের দায়িত্ব সেখানকার মানুষের হাতেই ছেড়ে দেওয়া উচিত।
পড়তে থাকুন - ২৮ হাজার টাকার শপিং করেন বান্ধবী, তাই নিয়ে বচসার সময়ই চলে গুলি ICর রিভলভার থেকে
আরও পড়ুন - টাকা দিয়ে সম্মান পেয়েছে রাজ্য, দাবি করায় হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ
এদিন বিধানসভায় বক্তব্য রাখার সময় শিখাদেবী বলেন, ‘উত্তরবঙ্গের উন্নয়ন করতে ব্যর্থ এই সরকার। উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গকে আপনারা ছেড়ে দিন। সেখানকার মানুষ নিজেদের উন্নয়নের নিজেরা বুঝে নেবে।’
বিধানসভা থেকে বেরনোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিখাদেবী বলেন, গত ১৪ বছর ধরে তৃণমূল সরকার উত্তরবঙ্গের উন্নয়নের অনেক স্বপ্ন দেখিয়েছে। কিন্তু কোনও স্বপ্ন বাস্তবায়িত হয়নি। উত্তরবঙ্গের শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সেই তিমিরেই রয়েছে। উত্তরকন্যা নামে এক বাড়ি তৈরি করে সেখানে দ্বিতীয় নবান্ন তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছুই হয়নি। সেখানে কোনও সরকারি আমলাকে দেখাই যায় না। তাই উত্তরবঙ্গের মানুষের আবেগের কথা জানিয়ে সেখানকার উন্নয়নের ভার সেখানকার মানুষের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছি।
আরও পড়ুন - মমতার ‘মৃত্যুকুম্ভ’ মন্তব্য নিয়ে নালিশ জানাতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শুভেন্দুর
বলে রাখি, ঘোষিতভাবে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার বিরোধী হলেও বিভিন্ন সময় উত্তরবঙ্গকে আলাদা মর্যাদা দেওয়ার দাবিতে সরব হয়েছেন সেখানকার একাধিক বিজেপি বিধায়ক। এর আগে একই দাবিতে সরব হয়েছেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, কালিম্পংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ রাইরা। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই প্রসঙ্গে রাজ্যে বিজেপির জনপ্রতিনিধিদের মুখ খুলতে নিষেধ করেছে। তার পরেও ফের একবার বিধানসভার মধ্যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হলেন আরও এক বিজেপি বিধায়ক।