ফের বৈঠক ডাকলেন মুখ্য়সচিব। স্বাস্থ্যভবনে দুপুর ১২টা নাগাদ এই বৈঠক ডাকা হয়েছে। মুখ্যসচিব মনোজ পন্থ সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে ডেকেছেন। মূলত পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হল রাজ্য প্রশাসন। চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের বৈঠকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে এখনও জুনিয়র চিকিৎসকরা তাঁদের অনশন চালিয়ে যাচ্ছেন। টানা অনশন চালাচ্ছেন তাঁরা। একের পর এক জুনিয়র ডাক্তার অনশন চালিয়ে যেতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। কিন্তু তারপরেও তাঁদের মনোবল অটুট। এখনও জোর গলায় তাঁরা বলছেন একজন অসুস্থ হলে আরও দুজন এই অনশনে শামিল হবেন। দিনের পর দিন ধরে তাঁরা অনশনে। উদ্বিগ্ন রাজ্যবাসী। সেই পরিস্থিতিতে সোমবারই সমস্ত চিকিৎসক সংগঠনকে নিয়ে বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
কালই বৈঠক। তবে শেষ পর্যন্ত সেই বৈঠকে সমাধানসূত্র কিছু বের হয় কি না সেটাই দেখার। সমস্ত চিকিৎসক সংগঠনের প্রতিনিধিদের ইমেল করেছেন মুখ্য়সচিব। তাঁদের দুজন করে প্রতিনিধিকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ১৫ই অক্টোবরের জুনিয়র ডাক্তারদের দ্রোহ কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ করেওঅপর একটি মেল করা হয়েছে।
এদিকে মঙ্গলবার ফের আরজি কর মামলার শুনানি হবে। তার আগে সোমবারই ডাকা হল সমস্ত চিকিৎসক সংগঠনকে।
ধর্মতলায় ৮দিন ধরে চলছে এই অনশন কর্মসূচি। তার মধ্যেই এই বৈঠকের ডাক। ১০ দফা দাবিতে এই অনশন কর্মসূচি। তবে এবার স্বাস্থ্যভবনের এই বৈঠকের পর কোনও সমাধানসূত্র বের হয় কি না সেটাই দেখার। তবে এবারই প্রথম এই ধরনের বৈঠক হচ্ছে না। এর আগে মুখ্য়মন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসেছিলেন জুনিয়র ডাক্তাররা। এবার মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসবেন জুনিয়র ডাক্তাররা। সেক্ষেত্রে এবারের বৈঠকে কতটা ইতিবাচক ফলাফল বের হয় সেদিকে তাকিয়ে আছে বিভিন্ন মহল।