Ration Scam Latest Update:বাকিবুরের সঙ্গে হাত মিলিয়ে রেশন দুর্নীতিতে জড়িয়েছেন খাদ্য দফতরের আধিকারিকরাও, দাবি ইডির
1 মিনিটে পড়ুন Updated: 04 Nov 2023, 02:00 PM ISTইডি জানাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তে খাদ্য দফতরের গাড়ির চালক থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকের নাম উঠে এসেছে। এছাড়াও আরও সরকারি অফিসার এই দুর্নীতিতে যুক্ত বলে জানা যাচ্ছে। বালুর দুই আপ্তসহায়ক এবং হিসেবরক্ষককে জেরা করেই তাঁদের নাম জানা গিয়েছে বলে দাবি করছে ইডি।
ফাইল ছবি: এএনআই