এর আগে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির কাছ থেকে ছাত্র শিক্ষক অনুপাত জানতে চেয়েছিল স্কুল শিক্ষা দফতর। এবার সরকারি স্কুলগুলির কাছ থেকেও ছাত্র ও শিক্ষকদের মধ্য়ে অনুপাত জানতে চাইলেন স্কুল শিক্ষা কমিশনার।
বিকাশ ভবনের আধিকারিকরা মঙ্গলবার রাতে সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানেও স্কুল সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথাবার্তা হয়। এরপরই বুধবার এই বিজ্ঞপ্তি। প্রাথমিকভাবে অনেকেই মনে করতে শুরু করেছেন হয়তো এবার সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বদলি করা হতে পারে। সেকারণেই এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হল। সামগ্রিকভাবে শিক্ষক শিক্ষিকাদের একাংশের মধ্য়ে এনিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে সরকারি স্কুলগুলিতে নিয়োগ সেভাবে হয়নি। স্কুলগুলিতে বহু শূন্য পদ রয়েছে। একাধিক নামকরা সরকারি স্কুল রয়েছে যেখানে শিক্ষকদের সংকট রয়েছে। অবসর নেওয়ার পরে নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে না। রাজ্যের ২৩টি জেলায় সব মিলিয়ে সরকারি স্কুল রয়েছে ৩৯টি। তবে কি এবার যেখানে শিক্ষক বেশি রয়েছে সেখান থেকে শিক্ষককে বদলি করে কম শিক্ষক রয়েছে সেই সমস্ত স্কুলে নিয়ে আসা হবে? উদ্বেগে অনেকেই।