গত কয়েক বছর ধরেই কলেজের স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরুর জন্য চেষ্টা চালাচ্ছে শিক্ষা দফতর। গত বছর একেবারে শেষ মুহূর্তে গিয়ে অভিন্ন পোর্টাল শুরু করা যায়নি। ফলে এবার তা শুরু করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা দফতর। অবশেষে প্রতীক্ষার অবসান হতে চলেছে। কবে থেকে অভিন্ন অনলাইন পোর্টাল খুলবে সেবিষয়ে জানালেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল খোলা হতে পারে। এমনকী কোন দিন পোর্টাল খোলা হতে পারে সেবিষয়টিও জানিয়েছেন।
আরও পড়ুন: কলেজে ভর্তি প্রক্রিয়া দ্রুতই শুরু হবে, উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন ব্রাত্য
শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী দ্রুতই এ বিষয়ে সবুজ সংকেত দেবেন। তারপরে পোর্টাল চালু হয়ে যাবে। খুব সম্ভবত মঙ্গলবার বা বুধবার স্নাতকে ভর্তির পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে তিনি জানান। শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষের সঙ্গে শিক্ষা দফতরের কর্তারা বৈঠক করেন। সেখানে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কলেজের অধ্যক্ষদের জানানো হয়েছে, পড়ুয়াদের ভর্তির জন্য প্রতিটি কলেজে দুটি করে হেল্প ডেক্স তৈরি করতে হবে। তার পরিকাঠামো কেমন থাকবে সে বিষয়টিও কলেজগুলিকে জানিয়েছে শিক্ষা দফতর। হেল্প ডেস্কে বসেও ভর্তির আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
এছাড়াও প্রতিটি কলেজের নিকটবর্তী যে সমস্ত ব্লক সার্ভিস কিয়স্ক রয়েছে সেগুলির ফোন নম্বর, নাম এবং অবস্থান সংগ্রহ করতে বলা হয়েছে। মূলত ভর্তির সময় কোনও পড়ুয়া সমস্যায় পড়লে সে ক্ষেত্রে হেল্প ডেস্কে যোগাযোগ করে সাহায্য চাইতে পারবেন।