মাত্র ২২ বছর বয়সেই সর্বোচ্চ দ্বিশতরানের তালিকাতে যুগ্ম ভাবে তিনে উঠে এসেছেন যশস্বী। তাঁর ঝুলিতে রয়েছে ২টি দ্বিশতরান। ভারতের বিনোদ কাম্বলিরও একই রেকর্ড রয়েছে। তবে এই তালিকার শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান। ২২ বছর বয়সে তাঁর দ্বিশতরানের সংখ্যা ছিল চারটি। এর পর রয়েছেন গ্রেম স্মিথ। তাঁর দ্বিশতরান ছিল ৩টি।