টপ অর্ডারের দুরন্ত পারফরমেন্সের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় মহিলা দল প্রথম ওডিআই ম্যাচে তুলল ৯ উইকেটে ৩১৪ রান। ওপেনিং পার্টনারশিপই ভারতীয় দলের শুরুটা ছন্দময় করে তোলে। ওপেনিং জুটিতেই প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধনা তোলেন ১১০ রান। এত ভালো পার্টনারশিপের পর প্রয়োজন ছিল দলের মিডল অর্ডারের ধারাবাহিকতা, সেটা মোটামুটি ভালোই দেখাল ভারত।
এমনিতেই টি২০ সিরিজ জিতে ভারতীয় দল বেশ আত্মবিশ্বাস নিয়েই নেমেছিল ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক স্মৃতি মন্ধনা করলেন ৯০ রান, মারলেন ৯টি চার। আরেক ওপেনার প্রতিকা দিওল করলেন ৪০ রান। ফার্স্ট ডাউনে নেমে হার্লিন দিওল করলেন ৪৪ রান। এরপর মাঠে নামেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।
আরও পড়ুন- নতুন বছরে বাগান সমর্থকদের উপহার সঞ্জীব গোয়েঙ্কার! হায়দরাবাদ FC ম্যাচের টিকিট ফ্রি
হরমনপ্রীত কৌর ঝড়ের গতিতে রান তুলছিলেন। তিনি ২৩ বলে ৩৪ রান করার পর দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে যান। এরপর বাংলার মেয়ে রিচা ঘোষও নেমে চালিয়েই খেলেন। দলকে বড় রানে নিয়ে যেতে গিয়ে নিঃস্বার্থভাবে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন বাংলার মেয়ে রিচা। মারেন চারটি চার এবং একটি ছয়। এরপর আসেন ভালো ছন্দে ছাকা জেমিমা রদ্রিগেজ। তিনি ১৯ বলে ৩১ রান করেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ৩১৪ রান তোলে ভারত।
আরও পড়ুন-ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য…
ভারতীয় মহিলা দলের এই স্কোর দেশের মাটিতে তাঁদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান ওডিআইতে। এর আগে ২০২৪ সালে বেঙ্গালুরুতে দঃ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে ৩২৫ রান করেছিল ভারতীয় দল। এই ম্যাচে বরোদায় ৯ উইকেটে ৩১৪ রান করল স্মৃতি মন্ধনাদের ভারত। ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধানবাদে ২ উইকেটে ২৯৮ রান করে ভারতীয় দল। ২০১৩ সালে মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় মহিলা দল করেছিল ৬ উইকেটে ২৮৪ রান। ২০২৩ সালে ওয়াঙ্খেড়েতে ৮ উইকেটে ২৮২ রান করে ভারত।
আরও পড়ুন- বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য প্রাক্তন ইংরেজ তারকার? বাবা কলকাতার ছেলে ছিলেন!
ঘরের মাঠে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে পাঁচটি সর্বোচ্চ রান করেছে একদিনের ফরম্যাটে, তাঁর প্রথম পাঁচটির মধ্যে তিনটিই এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টি২০ সিরিজ জয়ের পর স্মৃতি মন্ধনা, জেমিমা রদ্রিগেজরা মরিয়া থাকবেন ওডিআই সিরিজ জিতেই ভালোয় ভালোয় বছর শেষ করতে। কারণ এই বছরে এশিয়া কাপ এবং টি২০ বিশ্বকাপ ফাইনালে টিম ইন্ডিয়া ব্যর্থ হয়েছে। অন্তত ব্যাক টু ব্যাক সিরিজ জিতলে দল কিছুটা আত্মবিশ্বাস পাবে।
প্রসঙ্গত ব্যাট করতে নেমে মাত্র ১১ রানের মধ্যেই চার উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ দল। রেনুকা সিং, তিতাস সাধুদের দুরন্ত বোলিংয়ের সামনে বিপর্যস্ত অবস্থা হয় হেলি ম্যাথিউজ, রাশাদা উইলিয়ামসদের। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ, শুক্রবার রয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজের তৃতীয় এবং শেষ ওডিআই ম্যাচ।