গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে এবছর আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কেকেআরের প্রতিপক্ষ বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কেকেআর নিলাম থেকে তাদের পুরনো স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটারকে দলে ফেরাতে সক্ষম হয়েছে। যদিও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে পুনরায় শিবিরে ফেরানো সম্ভব হয়নি কেকেআরের পক্ষে।
এবছর কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে, যিনি ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি টি-২০ টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে ছিলেন। আপাতত নতুন মরশুম শুরুর আগে দেখে নেওয়া যাক কেকেআরের সম্পূর্ণ স্কোয়াড ও ক্রীড়াসূচি। চোখ রাখা যাক কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশেও।
কলকাতা নাইট রাইডার্সের সম্পূর্ণ স্কোয়াড
ব্যাটার: অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, অংকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পান্ডে।
উইকেটকিপার-ব্যাটার: কুইন্টন ডি'কক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া।
অল-রাউন্ডার: বেঙ্কটেশ আইয়ার (ভাইস ক্যাপ্টেন), অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন।
বোলার: এনরিখ নরকিয়া, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
কলকাতা নাইট রাইডার্সের সাপোর্ট স্টাফ
মেন্টর- ডোয়েন ব্র্যাভো, হেড কোচ- চন্দ্রকান্ত পণ্ডিত, বোলিং কোচ- ভরত অরুণ, ফিজিও- প্রশান্ত পঞ্চদা, ম্যানেজার- আদ্রিয়ান ওয়েন বেন্টলি, স্পিন বোলিং কোচ- কার্ল ক্রো, ম্যাসাজ থেরাপিস্ট- শুভজিৎ দাস, স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- ক্রিস ডোনাল্ডসন, অ্যানালিস্ট- ন্যাথন লেমন, সহকারী ফিজিও- অভিষেক সাওয়ান্ত, সহকারী স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ- সাগর ভিএম।
আইপিএল ২০২৫-এর জন্য কেকেআরের সম্ভাব্য একাদশ
সুনীল নারিন, কুইন্টন ডি'কক/রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), বেঙ্কটেশ আইয়ার (ভাইস ক্যাপ্টেন), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি/এনরিখ নরকিয়া, বৈভব আরোরা, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।