গতবারের চ্যাম্পিয়ন পঞ্জাবের বিরুদ্ধে লড়াকু জয় দিয়ে এবছর সৈয়দ মুস্তাক আলি অভিযান শুরু করে বাংলা। দ্বিতীয় ম্যাচে তিলক বর্মার হায়দরাবাদকে দাপটের সঙ্গে পরাজিত করে সুদীপ ঘরামির নেতৃত্বাধীন বাংলা। এবার জাতীয় টি-২০ টুর্নামেন্টের তৃতীয় লিগ ম্যাচে বাংলা বিধ্বস্ত করে মিজোরামকে।
বুধবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম সি-এ সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে বাংলা ও মিজোরাম। টস জিতে বাংলা দলনায়ক সুদীপ শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মিজোরাম শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৭ রান সংগ্রহ করে।
মোহিত জাংরা ৪৯ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৭টি চার ও ৪টি ছক্কা মারেন। এছাড়া মুয়ানজুয়ালা ২১ বলে ২০ রান করেন। তিনি ১টি চার মারেন। ১৮ বলে ১৪ রান করেন জেহু অ্যান্ডারসন। তিনি ২টি চার মারেন।
১৩ বলে ১৩ রান করেন অগ্নি চোপড়া। তিনি ২টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ৬ রান করে আউট হন ক্যাপ্টেন কেসি কারিয়াপ্পা। ১৪ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন লালরিয়াতরেঙ্গা। তিনি ২টি বাউন্ডারি মারেন।
খরুচে বোলিং মহম্মদ শামির
বাংলার হয়ে ৪ ওভারে ২২ রান খরচ করে ১টি উইকেট নেন শ্রেয়ান ঘোষ। ৩ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট নেন কণিষ্ক শেঠ। ২ ওভারে ১৪ রান খরচ করে ১টি উইকেট নেন করণ লাল। তুলনায় খরুচে বোলিং করেন মহম্মদ শামি। তিনি ৪ ওভারে ৪৬ রান খরচ করেও কোনও উইকেট পাননি। ২ ওভারে ১৯ রান খরচ করেও উইকেট পাননি শাহবাজ আহমেদ।
পালটা ব্যাট করতে নেমে বাংলা ১৫.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫৮ রান তুলে নেয়। অর্থাৎ, ২৭ বল বাকি থাকতে ৮ উইকেটে ম্যাচ জেতে বাংলা। চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের হ্যাটট্রিক করল বাংলা দল।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি অভিষেক-করণের
হাফ-সেঞ্চুরি করেন দুই ওপেনার অভিষেক পোড়েল ও করণ লাল। অভিষেক ৪৫ বলে ৮১ রানের মারকাটারি ইনিংস খেলে সাজঘরে ফেরেন। তিনি ৯টি চার ও ৪টি ছক্কা মারেন। করণ লাল ৪০ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৭টি চার ও ৩টি ছক্কা মারেন।
শাকির হাবিব গান্ধী ১০ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ব্যাট হাতে মাঠে নামলেও কোনও বল খেলার সুযোগ হয়নি ঋত্বিক রায়চৌধুরীর। মিজোরামের হয়ে ৪ ওভারে ৩৫ রান খরচ করে ২টি উইকেটই তুলে নেন ভানরতলিংগা। ম্যাচের সেরা হন অভিষেক পোড়েল।