টি-টোয়েন্টি ফর্ম্যাট ধ্রুব জুরেলের জন্য কঠিন হতে চলেছে। এর কারণ হল রিঙ্কু সিং। আসলে ফিট হয়ে দলে ফিরতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটার। টি-টোয়েন্টি ক্রিকেট ধ্রুব জুরেলের জন্য খুব একটা সহায়ক🐽 প্রমাণ হয়নি। তরুণ উইকেটকিপার-ব্যাটার ২০২৩ আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে খ্যাতি অর্জন করেছিলেন। তবে আন্তর্জাতিক স্তরে তা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন তিনি। আসলে ধ্রুব জুরেলের প্রতি ন্যায়বিচার করতে গেলে বলতে হয় যে, তিনি টেস্ট ম্যাচের মতো টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করার সুযোগই পাননি।
টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যাটিং পজিশন ছিল ৬ নম্বরে, যা তি๊নি জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক ম্যাচে পেয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচে তাকে নামানো হয়েছিল ৮ নম্বরে।
আরও পড়ুন… Womens Ashes 2025: অ্যানাবেলের শতরান, রানের 🧸পাহাড় গড়ে বড় লিড অজিদের
ধ্রুব জুরেলের ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্ন
ধ্রুব জুরেল ফিনিশারের ভূমিকায় নতুন নন। রাজস্থান রয়্যালসের হয়ে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নেমে তিনি ফিনিশার হিসেবে নাম করেছিলেন। তবে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে এখনও ভাগ্য তার পক্ষে যায়নি। প্রধান কোচ গৌতম গম্ভীরের এই কৌশল নিয়ে কেভিন পিটারসেন ও পার্থিব প্যাটেলের মতো প্রাক্তন ক্রিকেটাররা সমালোচনা করেছেন, কারণ তারা মনে করেন এত নীচ♔ে ব্যাট করিয়ে জুরেলের প্রতিভাকে কাজে লাগানো সম্ভব হচ্ছে না।
ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতেও স্বীকার করেছেন যে, জুরেলকে এত নীচে ব্যাট করানো আদর্শ নয়। তবে তিনি ব্যাখ্যা করেছেন যে গম্ভীরের কৌশলে টি-টোয়েন্টিতে অন্তত আটজন ব্যাটার রাখা অপরিহার্♑য, যা ভবিষ্যতেও পরিব൲র্তনের সম্ভাবনা কম।
রায়ান টেন দুশখাতে বলেন, ‘আপনি যুক্তি দিতে পারেন যে আমরা ধ্রুব জুরেলকে ৮ নম্বরে ব্যাট করাতে চাই না। তবে আমি মনে করি, গম্ভীর যেখানে যেখানে টি-টোয🤡়েন্টি কোচিং করেছেন, সেখান𒀰েই এই কৌশল অনুসরণ করেছেন এবং এটি তার দলের গঠনের গুরুত্বপূর্ণ অংশ।’ দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে জুরেল মাত্র ৪ এবং ২ রান করেছন। এই সময়ে জানা যাচ্ছে রিঙ্কু সিং সম্পূর্ণ ফিট। এমনটা হলে অনেকেই মনে করছেন জুরেলকে একাদশ থেকে বাদ দেওয়া হতে পারে।
তবে, শুধুমাত൲্র লেফট-রাইট কম্বিনেশন বজায় রাখার জন্য জুরেলকে ৮ ন🔥ম্বরে পাঠানোর সিদ্ধান্ত অনেকের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। রায়ান টেন দুশখাতে বলেন, ‘বিশেষ করে আগের ম্যাচে, যেখানে জুরেল ৮ নম্বরে ব্যাট করতে নেমেছিল, আমরা তার সেরা পারফরম্যান্স দেখতে পাইনি। তবে আমরা বিশ্বাস করি, দীর্ঘমেয়াদে খেলোয়াড়দের যথেষ্ট সুযোগ দেওয়া গুরুত্বপূর্ণ, যাতে তারা নিজেদের সেরাটা দেখাতে পারে।’
আরও পড়ুন… গাভাসকরের ꦺপরে ভারতের সেরা ওপেনার কে? সচিন বা রোহিত নয়, সৌরভ নিলেন এই ꧑তারকার নাম
রিঙ্কু সিং পুরোপুরি ফিট
সিরিজের💦 দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পিঠের ব্যথার কারণে বিশ্রামে থাকা রিঙ্কু সিং দলে ফেরার জন্য প্রস্তুত। ভারতের সহকারী কোচ নিশ্চিত করেছেন যে আলীগড়ের এই তারকা খেলোয়াড় চূড়ান্তভাবে সুস্থ এবং ☂খেলতে তৈরি। রায়ান টেন দুশখাতে বলেছেন, ‘রিঙ্কু এখন সম্পূর্ণ ফিট। প্রথম ম্যাচ খেলেছিল, এরপর চোট পেয়ে পরের দুটি ম্যাচে মাঠে নামতে পারেনি। তবে সে এখন সম্পূর্ণ সুস্থ। গত রাতে অনুশীলনে ব্যাট করেছে এবং আমি মনে করি, সে আগামীকাল (শুক্রবার) মাঠে নামতে প্রস্তুত।’