নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের লজ্জাজনক পারফরম্যান্স দেখে সকলেই অবাক হয়ে গিয়েছেন। ভারতের মতো দল মাত্র ৪৬ রানে অলআউট হয়েগিয়েছে, তাও আবার ঘরের মাঠে। এই পারফরম্যান্স নিয়ে বিরাট বিবৃতি দিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মাকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়তে হয়েছে। অনেকেই বলছেন এই ফলের কারণ হল রোহিত শর্মার ভুল সিদ্ধান্ত। টস জিতে কেন তিনি প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। এই পিচে প্রথম ব্যাট করার জন্যই ভারতের প্রথম ইনিংস ৪৬ রানে ধ্বংস হয়ে গিয়েছে। এবার নিজের সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন রোহিত শর্মা।
কী বললেন রোহিত শর্মা?
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা স্বীকার করেছেন যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দলকে সর্বনিম্ন স্কোর ৪৬ রানে অলআউট হতে দেখে তিনি খুবই 'দুঃখিত' ছিলেন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা বাতিল হওয়ার পর দ্বিতীয় দিনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ভারতের ইনিংস ৩১.২ ওভারে সীমাবদ্ধ ছিল এবং পাঁচ ব্যাটসম্যান তাদের খাতাও খুলতে পারেননি।
আরও পড়ুন…. IPL 2025: দু বছর পরেই নাকি পদে ফিরবেন! তাহলে কেন সৌরভকে দায়িত্ব থেকে সরিয়ে দিল DC? সামনে আসছে বড় কারণ
‘এক বা দুটি ভুল সিদ্ধান্ত...’
দ্বিতীয় দিনের খেলা শেষে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত শর্মা বলেন, ‘অধিনায়ক হিসেবে দলকে ৪৬ রানে অলআউট হতে দেখে আমি দুঃখিত, কারণ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আমার ছিল। কিন্তু প্রতি বছর ভুল করে হলেও দু-একটি খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়ে যায়।’ আমরা আপনাকে বলি যে ৪৬ রানের আগে, ঘরের মাঠে খেলার সময় টিম ইন্ডিয়ার সর্বনিম্ন টেস্ট স্কোর ছিল ৭৫ রান, যা ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত করেছিল।
আরও পড়ুন…. ভিডিয়ো: কঠিন সময়ে কেএল রাহুল-বিরাট কোহলির ক্যাচ মিস! মাঠের মাঝেই রেগে লাল রোহিত শর্মা
‘খুব খারাপ দিন ছিল’
রোহিত শর্মা আরও বলেন, ‘আজ আমাদের জন্য খুব খারাপ দিন ছিল। আমরা আগেও এমন কঠিন পরিস্থিতিতে খেলেছি। এটি একটি চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের সময়ে সময়ে এই ধরনের চ্যালেঞ্জ প্রয়োজন।’ ম্যাচের কথা বলতে গেলে, টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পরে, দিনের খেলা শেষে, নিউজিল্যান্ড ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮০ রান করেছে। সফরকারী দল এই মুহূর্তে ১৩৪ রানের উল্লেখযোগ্য লিড নিয়েছে। তৃতীয় দিনে একদিকে ভারতীয় বোলাররা কিউয়ি দলকে অলআউট করার চেষ্টা করবে, অন্যদিকে লিড আরও বাড়ানোর অভিপ্রায় নিয়ে খেলবে সফরকারী দল।
আরও পড়ুন…. IND vs NZ: খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়লেন ঋষভ পন্ত, ভারতের গোদের ওপর বিষফোঁড়া