শুভব্রত মুখার্জি: রবিবার চলতি ওডিআই বিশ্বকাপের প্রথম অঘটনটি ঘটায় আফগানিস্তান দল। গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দলকে অনায়াসে হারিয়ে দেয় তারা। ৬৯ রানের বিরাট ব্যবধানে দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে এক ঐতিহাসিক জয় তুলে নেয় আফগানিস্তান। যে কোন ফর্ম্যাট মিলিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই ছিল আফগানিস্তানের প্রথম জয়। সেই রাতে দিল্লির গোটা স্টেডিয়াম গলা ফাটিয়েছিল আফগানদের জন্য। ম্যাচ শেষেও যেন আবেগের বিস্ফোরণ ঘটে। ম্যাচ শেষে মুজিব উর রহমানকে জড়িয়ে একটি বাচ্চা ছেলেকে অঝোড়ে কাঁদতে দেখা যায়। ক্যামেরাবন্দি হয় সেই মুহূর্ত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে সর্বত্র। ভাইরাল হয়ে যায় ছবি। তার পরেই প্রশ্ন জাগে, মুজিবকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা বাচ্চা ছেলেটি কে, তাই নিয়ে। যার উত্তর দিয়ে ছোট্ট অতিথির আসল পরিচয় জানিয়েছেন মুজিব স্বয়ং।
আফগানিস্তানের হয়ে রবিবার অলরাউন্ড পারফরম্যান্স করেন মুজিব। ব্যাট এবং বল দুই হাতেই তান্ডব দেখান তিনি। প্রথমে আফগানিস্তানের হয়ে একটি ঝোড়ো ইনিংস খেলেন তিনি। মাত্র ১৬ বলে ২৮ রান করে আউট হয়ে যান। বল হাতেও তিনি গুরুত্বপূর্ণ দু'টি ইকেট নিয়ে দলের জয়কে ত্বরানিত করেন। বিষয়টি নিয়ে বলতে গিয়ে মুজিব উর রহমান তাঁর এক্স অ্যাকাউন্টে লেখেন, ‘ওই বাচ্চা ছেলেটি আফগান নয়। ও একজন ছোট্ট ভারতীয় নাগরিক, যে আমাদের জয়েতে প্রবল খুশি। তার সেই আবেগ সে চেপে রাখতে পারেনি । দিল্লির এই ছোট ছেলেটির সঙ্গে সাক্ষাৎ হওয়াটা খুব আনন্দের ছিল আমাদের সবার জন্য।’