Himachal Pradesh Election Results 2022 Live Updates: বজায় থাকল প্রায় চার দশকের 'রেওয়াজ'। বিজেপিকে সরিয়ে হিমাচল প্রদেশের কুর্সি দখল করল কংগ্রেস। ৬৮ আসন-বিশ্চিষ্ট হিমাচল বিধানসভায় কংগ্রেসের ঝুলিতে এসেছে ৪০ টি আসন। অর্থাৎ এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অন্যদিকে, বিজেপি জিতেছে ২৫ টি আসনে। হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
08 Dec 2022, 09:15 PM IST
হিমাচল হল সবুজ
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, ২৫ টি আসনে জিতেছে বিজেপি। প্রাপ্ত ভোটের হার ৪৩ শতাংশ। কংগ্রেস পেয়েছে ৪০ টি আসন। প্রাপ্ত ভোটের হার ৪৩.৯ শতাংশ। তিনটি আসন পেয়েছেন নির্দল প্রার্থীরা।
08 Dec 2022, 07:36 PM IST
হিমাচল নিয়ে বার্তা মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: হিমাচলের প্রত্যেক ভোটারের প্রতি কৃতজ্ঞ আমি। নড্ডাজি (বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা) যেমন বলছিলেন, এক শতাংশেরও কম ভোটে হেরেছে বিজেপি। এত কম ব্যবধানে হিমাচলের ইতিহাসে কখনও কখনও দল হারেনি। এটার অর্থ হল যে ভারতীয় জনতা পার্টিকে জয়ী করার জন্য প্রবল চেষ্টা করেছেন।
08 Dec 2022, 07:15 PM IST
‘গুজরাট, হিমাচল প্রদেশ এবং দিল্লির মানুষকে অভিনন্দন জানাচ্ছি’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: গুজরাট, হিমাচল প্রদেশ এবং দিল্লির মানুষকে অভিনন্দন জানাচ্ছি। একটি বুথেও পুনর্নিবার্চনের প্রয়োজন হয়নি। অর্থাৎ শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের মূল ভিত্তি অক্ষুণ্ণ রেখে মানুষ ভোট দিয়েছেন।
08 Dec 2022, 07:08 PM IST
'১ শতাংশেরও কম ভোটে হেরেছি', হিমাচল নিয়ে বার্তা নড্ডার
বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা: হিমাচল নিয়ে বলতেও চাই। আমি সাফল্য পাইনি, সেটা ঠিক নয়। কিন্তু রাজনীতির ধাঁচ পালটে গিয়েছে। আগে জয়ী এবং পরাজিত দলের মধ্যে পাঁচ শতাংশ ফারাক থাকত। এবার সেই ফারাক মাত্র ০.৯ শতাংশ। নয়া শাসক দলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মানুষের স্বার্থে কাজ করে যাব।
08 Dec 2022, 07:03 PM IST
গুজরাট নিয়ে পেটালেন ঢ্যাঁড়া নড্ডা
গুজরাট নিয়ে ঢ্যাঁড়া পেটালেন বিজেপির সর্বভারতীয় জে পি নড্ডা। যদিও নিজের রাজ্য হিমাচল প্রদেশ নিয়ে প্রাথমিক বেশি শব্দ খরচ করলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি। দাবি করলেন, গুজরাটের মানুষ বিকাশের পক্ষে ভোট দিয়েছেন। এবার কি হিমাচলের কর্মীদের চাঙ্গা বিশেষ বার্তা দেবেন?
08 Dec 2022, 06:33 PM IST
৪০ আসনে জিতল কংগ্রেস! ২৫-এ থামতেই হবে BJP-কে
হিমাচল প্রদেশের গণনা প্রায় শেষ হয়ে গিয়েছে। ৪০ টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস। আপাতত কোনও আসনে এগিয়ে নেই হাত শিবির। বিজেপি ২৩ টি আসনে জিতে গিয়েছে। দুটি আসনে এগিয়ে আছে বিজেপি। তিনটি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা।
নরেন্দ্র মোদী: বিজেপির প্রতি যে ভালোবাসা উজাড় করে দিয়েছেন, সেজন্য হিমাচল প্রদেশের মানুষকে ধন্যবাদ জানাই। আগামিদিনে আমরা রাজ্যের আকাঙ্খা পূরণে কাজ করব এবং মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরব।
08 Dec 2022, 05:43 PM IST
৪০ আসন জয়ের পথে কংগ্রেস, বিজেপি ২৫, শূন্য বাম
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, আপাতত ৩৯ টি আসনে জিতেছে কংগ্রেস। একটি আসনে এগিয়ে আছে। বিজেপি ১৮ টি আসনে জিতেছে। সাতটি আসনে এগিয়ে আছে বিজেপি। তিনটি আসনে জিতেছে নির্দল। বামেরা কোনও আসন পায়নি।
08 Dec 2022, 04:50 PM IST
নিজে ‘ক্রেডিট’ নিলেন না, কর্মীদেরই কৃতিত্ব দিলেন রাহুল
কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী বলেন, 'এই জয়ের জন্য হিমাচল প্রদেশের মানুষকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। সব কংগ্রেস কর্মী এবং নেতাদের আন্তরিক অভিনন্দন। আপনারা যে পরিশ্রম করেছেন, তা প্রশংসার যোগ্য। আবারও আশ্বস্ত করতে চাই, যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হবে।'
08 Dec 2022, 04:27 PM IST
১ দিনও প্রচারে করেনি, সেই রাহুলকেই জয়ের জন্য ধন্যবাদ কেন?
কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে: আমরা হিমাচল প্রদেশের নির্বাচনে জিতেছি। আমজনতা, আমাদের কর্মী এবং নেতাদের ধন্যবাদ জানাতে চাই। তাঁদের জন্যই এই জয়টা সম্ভব হয়েছে। আমরা প্রিয়াঙ্কা গান্ধীকে ধন্যবাদ জানাতে চাই। এই জয়ের ক্ষেত্রে রাহুল গান্ধীর (হিমাচলে প্রচার করতে আসেননি) ভারত জোড়ো যাত্রাও সাহায্যও করেছে।
08 Dec 2022, 03:39 PM IST
কংগ্রেস ৩৯-২৬ বিজেপি
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, ১৩ টি আসনে এগিয়ে বিজেপি। ১৩ টি জয়ী ঘোষণা করা হয়েছে। ২২ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ১৭ টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস। তিনটি আসনে জয়ী হয়েছে নির্দল।
08 Dec 2022, 03:17 PM IST
‘আমরাই সরকার গড়ব’, আত্মবিশ্বাসী কংগ্রেস সভাপতি
হিমাচল প্রদেশের কংগ্রেসের সভাপতি প্রতিভা বীরভদ্র সিং: মানুষ আমাদের পক্ষে ভোট দিয়েছেন। চণ্ডীগড় বা রাজ্যের কোনও জায়গা-সহ যে কোনও জায়গায় আমাদের বিধায়কদের নিয়ে যেতে পারি। যাঁরা জিতেছেন, তাঁরা আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা সরকার গঠন করব।
08 Dec 2022, 03:08 PM IST
নিজেদের বিধায়কদের ধরে রাখা কংগ্রেসের দায়িত্ব: জয়রাম
বিদায়ী মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর: কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ওদের সামলাতে হবে। ওদের নিজেদের দায়িত্ব নিতে হবে। সেদিকে নজর দিক ওরা। আমি কিছুক্ষণ পরেই রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফাপত্র দেব।
শিমলা গ্রামীণ থেকে ১৩,৩১৯ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং। বিজেপি প্রার্থী রবি কুমার মেহতা দ্বিতীয় স্থানে আছেন। কংগ্রেসের টিকিটে লড়াই করছেন বিক্রমাদিত্য। যে আসন কংগ্রেসের শক্তঘাঁটি বলে মনে করা হয়। বিক্রমাদিত্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে।
08 Dec 2022, 03:03 PM IST
নির্বাচন কমিশনের আপডেট
এখনও সরকারিভাবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে জয়ী বলে ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, আপাতত সেরাজ কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী চেতরামের থেকে ৩৮,১৮৩ ভোটে এগিয়ে আছেন তিনি
08 Dec 2022, 02:46 PM IST
আরও এক রাজ্যে শূন্য হওয়ার পথে CPIM, ৩৯ আসনে এগিয়ে কংগ্রেস
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, ১১ টি আসনে জিতে গিয়েছে কংগ্রেস। এগিয়ে আছে ২৮ টি আসনে। বিজেপি ন'টি আসনে জিতে গিয়েছে। ১৭ টি আসনে এগিয়ে আছে বিজেপি। তবে আরও একটি রাজ্যে শূন্যে ঠেকতে চলেছে সিপিআইএম। গতবার একটি আসন জিতেছিল। গতবার থিওগে জিতেছিল সিপিআইএম। এবার সেই আসনে এগিয়ে আছে কংগ্রেস। ৪,৯০০ ভোটে এগিয়ে আছে। দ্বিতীয় স্থানে আছে অজয় শ্যাম।
08 Dec 2022, 02:38 PM IST
নির্বাচন কমিশনের আপডেট
এখনও সরকারিভাবে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীকে জয়ী বলে ঘোষণা করা হয়নি। নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, আপাতত কংগ্রেস প্রার্থী চেতরামের থেকে ৩৭,০০৭ ভোটে এগিয়ে আছেন তিনি। ইতিমধ্যে ওই কেন্দ্র (পুনর্গঠনের আগে ছিল চচ্যট) থেকে পাঁচবার বিধানসভা নির্বাচনে জিতেছেন। ১৯৯৩ সালে চচ্যটে প্রথমে নির্বাচনে হেরেছিলেন। ১৯৯৮ সালে জয়যাত্রা শুরু হয়।
08 Dec 2022, 02:16 PM IST
ক্রমশ যাচ্ছে ‘সুরক্ষিত’ জায়গায়, সরকার গঠনের পথে কংগ্রেস
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, চারটি আসনে জিতে গিয়েছে কংগ্রেস। পাঁচটি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। ৩৫ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিজেপিকে সাতটি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। ১৮ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। একটি আসনে নির্দল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। দুটি আসনে এগিয়ে আছে।
08 Dec 2022, 02:10 PM IST
কে মুখ্যমন্ত্রী হবেন? সিদ্ধান্ত নেবেন হাইকম্যান্ড: রাজীব শুক্লা
হিমাচল প্রদেশে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজীব শুক্লা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে হাইকম্যান্ড সিদ্ধান্ত নেবেন।
হিমাচল প্রদেশ: কংগ্রেস এগিয়ে আছে ৩৯ টি আসনে। একটি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। বিজেপি এগিয়ে আছে ২১ টি আসনে। চারটি আসনে বিজেপিকে জয়ী ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের প্রাপ্ত ভোটের হার ৪৪ শতাংশ। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৪২.৮ শতাংশ।
08 Dec 2022, 01:24 PM IST
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী এবার হিমাচলের মসনদে? কংগ্রেস কী বলল?
কংগ্রেস নেতা বিক্রমাদিত্য সিং: গণতন্ত্র রক্ষা করতে আমরা সবকিছু চেষ্টা করব। কারণ (বিধায়ক) কেনাবেচা করতে বিজেপি সবরকম চেষ্টা করবে। আমরা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পাঁচ বছর সরকার চালাব। প্রতিভা সিং (প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের স্ত্রী) মুখ্যমন্ত্রী হওয়ার অন্যতম দাবিদার।
08 Dec 2022, 01:05 PM IST
সুন্দরনগরে জিতল বিজেপি
সুন্দরনগর: নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, বিজেপি প্রার্থী রাকেশ কুমারকে জয়ী বলে ঘোষণা করা হল। কংগ্রেসের সোহন লালকে হারিয়েছেন। জিতলেন ৮,১২৫ ভোটে।
08 Dec 2022, 12:52 PM IST
'কংগ্রেস বিধায়কদের দেখভাল করতে হবে, BJP যা খুশি করতে পারে'
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল: এখনও গণনা চলছে। আমরা আশা করেছিলাম যে হিমাচলে সরকার গড়বে কংগ্রেস। সেটা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমরা ওদের (কংগ্রেসের নবনির্বাচিত বিধায়ক) এখানে আনব না। কিন্তু আমাদের বন্ধুদের দেখভাল করতে হবে। কারণ বিজেপি যা খুশি করতে পারে এবং যে কোনও পর্যায়ে নেমে সেই কাজটা করতে পারে।
08 Dec 2022, 12:41 PM IST
হিমাচলে লিড বাড়াচ্ছে কংগ্রেস
হিমাচলে আরও লিড বাড়াল কংগ্রেস। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩৯ টি আসনে আছে কংগ্রেস। ২৫ টি আসনে এগিয়ে আছে বিজেপি। একটি আসনে জিতে গিয়েছে বিজেপি। তিনটি আসনে এগিয়ে নির্দল।
08 Dec 2022, 12:29 PM IST
বিধায়ক ‘ভ্যানিশ’ হবে না তো? বিধায়কদের সরাচ্ছে কংগ্রেস: সূত্র
বিধায়করা ভ্যানিশ হয়ে যাবেন না তো? সেই আশঙ্কা নবনির্বাচিত কংগ্রেস বিধায়কদের সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে সূত্রে খবর। কংগ্রেস সূত্রের খবর, হিমাচল প্রদেশের নবনির্বাচিত বিধায়কদের চণ্ডীগড়ের নিয়ে যাওয়া হবে।
08 Dec 2022, 11:55 AM IST
স্বস্তির জায়গায় যাচ্ছে কংগ্রেস?
নির্বাচন কমিশনের আপডেট: ৩৮ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে ২৬ টি আসনে। একটি আসনে জিতে গিয়েছে। বিজেপির প্রাপ্ত ভোট ৪৩.২ শতাংশ। কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪৩.৬ শতাংশ।
08 Dec 2022, 11:30 AM IST
নির্বাচন কমিশনের আপডেট
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, শুধুমাত্র সুন্দরনগরের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। বিজেপির রাকেশ কুমার ৮,১২৫ ভোটে জিতেছে। হারিয়েছেন কংগ্রেসের সোহন লালকে।
08 Dec 2022, 11:26 AM IST
হিমাচলে লিড বাড়াচ্ছে কংগ্রেস
নির্বাচন কমিশনের আপডেট অনুযায়ী, বিজেপি একটি আসনে জিতে গিয়েছে। ২৮ টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস ৩৬ টি আসনে এগিয়ে আছে। তিনটি আসনে নির্দলরা জিতছে।
08 Dec 2022, 11:16 AM IST
বিশাল জয় হিমাচলের মুখ্যমন্ত্রীর! মার্জিন হল ৪ গুণ
সেরাজ: ২০,০০০-র বেশি ভোটে জিতে গেলেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। নির্বাচন কমিশনের তরফে অবশ্য সরকারিভাবে জয়ের মার্জিন ঘোষণা করা হয়নি। আপাতত তাঁর লিড দেখাচ্ছে ২৪,০০০। গতবার যা ভোটে জিতেছিলেন, তার দ্বিগুণ হল ব্যবধান।
08 Dec 2022, 11:04 AM IST
কংগ্রেস এগিয়ে আছে ৩৩ আসনে, ৩১ আসনে এগিয়ে বিজেপি
হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কংগ্রেস ৩৩ টি আসনে এগিয়ে আছে। ৩১ টি আসনে এগিয়ে আছে বিজেপি। চারটি আসনে এগিয়ে আছে নির্দলরা।
08 Dec 2022, 10:55 AM IST
জয়রামের লিড ছাড়াল ২০,০০০
সেরাজ: জয়রাম ঠাকুরের লিড বেড়ে দাঁড়িয়েছে ২০,৪২৫। সপ্তম রাউন্ড শেষে এগিয়ে আছেন হিমাচলের মুখ্যমন্ত্রী।
একাধিক রিপোর্ট অনুযায়ী, যে নির্দল প্রার্থীরা এগিয়ে আছেন, তাঁদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করেছে বিজেপি। কংগ্রেসের নেতারাও হিমাচলে যাচ্ছেন।
08 Dec 2022, 10:41 AM IST
কংগ্রেস ৩২, বিজেপি ৩২ - হিমাচলে জম্পেশ লড়াই
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, আপাতত ৩২ টি আসনে এগিয়ে আছে বিজেপি। ৩২ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। চারটি আসনে এগিয়ে নির্দল। বিজেপির প্রাপ্ত ভোট ৪৩.৬ শতাংশ। কংগ্রেসের ভোট ৪২.৮৪ শতাংশ।
08 Dec 2022, 10:38 AM IST
শিমলার ফার্ম হাউস থেকে নজর প্রিয়াঙ্কার
সূত্রের খবর, শিমলার ফার্ম হাউস থেকে হিমাচলের গণনার দিকে নজর রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, ৩৫ টি আসনে এগিয়ে কংগ্রেস। যে রাজ্যে ম্যাজিক ফিগার হল ৩৫। বিজেপি ২৯ টি আসনে এগিয়ে আছে।
প্রাথমিক ট্রেন্ডে কংগ্রেস ৩৫ টি আসনে এগিয়ে আছে। বিজেপি এগিয়ে আছে ২৯ টি আসনে। একাধিক রিপোর্ট অনুযায়ী, ভোটে জিতলেও হাতে যে বেশি সংখ্যা থাকবে কংগ্রেসের, তা নিয়ে ধন্দ আছে। সেই পরিস্থিতিতে বিধায়কদের ধরে রাখতে ইতিমধ্যে হিমাচলে এসে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। আসছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
08 Dec 2022, 10:27 AM IST
এগিয়ে কংগ্রেস নেতা
নাদৌন: হরিমপুর জেলার নাদৌন আসন থেকে ২,৯৬২ ভোটে এগিয়ে আছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা সুখবিন্দর সিং সুখু।
08 Dec 2022, 10:22 AM IST
ডালহৌসি থেকে পিছিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী
ডালহৌসি থেকে পিছিয়ে পড়েছেন কংগ্রেস নেত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী আশা কুমারী। যিনি ডালহৌসির ছয়বারের বিধায়ক। ওই আসনে এগিয়ে আছেন বিজেপির ধাবিন্দর সিং।
Himachal Pradesh Assembly Election Results 2022: হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের গণনা চলছে। যে নির্বাচনে ‘অ্যাসিড টেস্টের’ মুখে বিদায়ী মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। হেভিওয়েট প্রার্থীরা এগিয়ে আছেন নাকি পিছিয়ে আছেন, তা দেখে নিন – ক্লিক করুন এখানে
আবার এগিয়ে গেল কংগ্রেস। আপাতত ৩৪ টি আসনে এগিয়ে আছে। বিজেপি এগিয়ে ৩২ টি আসনে। এগিয়ে আছেন - মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (সেরাজ), প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুখরামের ছেলে অনিল শর্মা (মান্ডি সদর), প্রাক্তন ডেপুটি স্পিকার তথা কংগ্রেস নেতা জগৎ সিং নেগি।
08 Dec 2022, 09:57 AM IST
‘দুর্বল’ দল নিয়েই BJP-কে তুমুল টক্কর কংগ্রেসের
এবার হিমাচল বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং বিজেপি সম্পূর্ণ ভিন্ন কৌশল নিয়েছিল। বিজেপি যথারীতি সর্বশক্তি নিয়ে প্রচার চালিয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার রাজ্যে একাধিক সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসেছিলেন বিজেপির বড়-বড় নেতারা। সেখানে কংগ্রেস অনেক বেশি ছিমছাম প্রচার চালিয়েছিল। রাহুল গান্ধী প্রচারেই আসেননি। মূলত স্থানীয় নেতৃত্বের উপর ভরসা করেই নির্বাচনে নেমেছে কংগ্রেস।
08 Dec 2022, 09:50 AM IST
হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি-কংগ্রেসের, কে বাজিমাত করবে?
চোখের পলক ফেলা যাচ্ছে না হিমাচল প্রদেশে। আপাতত ৩৩ টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ৩২ টি আসনে। অন্যান্যরা তিনটি আসনে এগিয়ে।
08 Dec 2022, 09:47 AM IST
লিড বাড়ালেন মুখ্যমন্ত্রী, এগিয়ে প্রায় ৭,০০০ ভোটে
সেরাজ কেন্দ্রে লিড বাড়ালেন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী জয়রাম ঠাকুর। কংগ্রেসের চেতরামের থেকে ৬,৬৩২ ভোটে এগিয়ে আছেন।
08 Dec 2022, 09:44 AM IST
এগিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা
দারাং বিধানসভা কেন্দ্র: মান্ডি জেলার দারাং থেকে ২,৪২১ ভোটে এগিয়ে আছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা কৌল সিং ঠাকুর।
08 Dec 2022, 09:42 AM IST
প্রায় ৪৬% ভোট পেয়েছে BJP, কংগ্রেস ৪১.১%
নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, আপাতত ৩১ টি আসনে এগিয়ে আছে বিজেপি। নির্দলরা তিনটি আসনে এগিয়ে নির্দলরা। কংগ্রেস এগিয়ে ২৩ টি আসনে। বিজেপির প্রাপ্ত ভোটের হার ৪৫.৯ শতাংশ। কংগ্রেস পেয়েছে ৪১.১ শতাংশ ভোট।
08 Dec 2022, 09:38 AM IST
‘কাঁটে কি টক্কর’ হিমাচলে, দুলছে পেন্ডুলামের মতো
হিমাচল প্রদেশে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একবার কংগ্রেস এগিয়ে যাচ্ছে, একবার বিজেপি। প্রাথমিক ট্রেন্ড থেকে স্পষ্ট, যে দলই জিতুক, ব্যবধান বেশি হবে না।
08 Dec 2022, 09:34 AM IST
আবার এগিয়ে গেল বিজেপি
আবার এগিয়ে গেল বিজেপি। ৩৪ টি আসনে এগিয়ে আছে গেরুয়া শিবির। কংগ্রেস এগিয়ে আছে ৩১ টি আসনে। খাতা খুলতে পারেনি আপ। তিনটি আসনে এগিয়ে অন্যরা।
08 Dec 2022, 09:30 AM IST
মানালি থেকে পিছিয়ে মন্ত্রী গোবিন্দ
গোবিন্দ সিং ঠাকুর: মানালি থেকে পিছিয়ে পড়েছেন মন্ত্রী তথা বিজেপি প্রার্থী গোবিন্দ সিং ঠাকুর। গতবার ওই আসন থেকে ৩,০০৫ ভোটে জিতেছিলেন তিনি।
08 Dec 2022, 09:23 AM IST
এগিয়ে হিমাচলের মুখ্যমন্ত্রী
সেরাজ বিধানসভা কেন্দ্র থেকে ৩,৭৬৩ ভোটে এগিয়ে আছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
08 Dec 2022, 09:20 AM IST
প্রাথমিক ট্রেন্ডে ‘ম্যাজিক ফিগার’ পার কংগ্রেসের
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন: ৩৭ টি আসনে এগিয়ে কংগ্রেস। বিজেপি ৩০ টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ কংগ্রেসের লিড ম্যাজিক ফিগার পার করে গিয়েছে।
08 Dec 2022, 09:14 AM IST
ফের ডবল ইঞ্জিন সরকার হিমাচলে, আত্মবিশ্বাসী রাজ্য সভাপতি
হিমাচল প্রদেশের বিজেপি সভাপতি সুরেশ কাশ্যপ: বিজেপি নার্ভাস নয়। আমরা আত্মবিশ্বাসী। ডবল ইঞ্জিন সরকারে হিমাচলে ব্যাপক উন্নতি হয়েছে। এবার রেওয়াজ পালটে সরকার গড়বে বিজেপি।
এখনও প্রাথমিক ট্রেন্ড চলছে। তবে কংগ্রেস ৩৪ টি আসনে এগিয়ে (হিমাচলের ম্যাজিক ফিগার ৩৫)। বিজেপি এগিয়ে ৩২ টি আসনে। হিমাচলে একটি আসনে এগিয়ে সিপিআইএমও। গতবারও একটি আসনে জিতেছি
08 Dec 2022, 09:01 AM IST
নির্বাচন কমিশন কী বলছে?
ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, আপাতত একটি আসনে এগিয়ে আছে বিজেপি। দাহোদ থেকে কানাইয়াল বাচুভাই কিশোরী ২,৫২৫ এগিয়ে আছেন। দ্বিতীয় স্থানে আছেন আম আদমি পার্টির (আপ) দীনেশভাই ভুরাভাই মুনিয়া।
08 Dec 2022, 08:51 AM IST
‘সরকার গঠন করব আমরা’, দাবি হিমাচল কংগ্রেস প্রধানের
হিমাচল প্রদেশের কংগ্রেসের সভাপতি প্রতিভা সিং: প্রাথমিক ট্রেন্ড থেকে স্পষ্ট যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব। আমরা নিশ্চিত যে সরকার গঠন করছি। ৪০-৪১ আসন জিতব।
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন: প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে গেল কংগ্রেস। ২৬ টি আসনে এগিয়ে আছে কংগ্রেস। ২২ টি আসনে এগিয়ে বিজেপি। নির্দলের হাতে চারটি আসন আছে আপাতত।
08 Dec 2022, 08:34 AM IST
হাড্ডাহাড্ডি লড়াই BJP ও কংগ্রেসের, ‘কিংমেকার’ হবে নির্দল?
হাড্ডাহাড্ডি টক্কর বিজেপি এবং কংগ্রেসের। প্রাথমিক টেন্ডে ১৬ টি আসনে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ১৬ টি আসনে। নির্দল এগিয়ে তিনটি আসনে।
08 Dec 2022, 08:28 AM IST
এগিয়ে বিজেপি, টক্কর দিচ্ছে কংগ্রেস
হিমাচল প্রদেশে প্রাথমিক ট্রেন্ডে ১৫ টি আসনে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে আছে ১০ আসনে। এবার কি ‘রেওয়াজ’ ভেঙে দেবে বিজেপি। ধরে রাখবে ক্ষমতা?
08 Dec 2022, 08:19 AM IST
প্রাথমিক ট্রেন্ডে লিড বাড়াচ্ছে বিজেপি
হিমাচল প্রদেশের বিধানসভা ভোট: প্রাথমিক ট্রেন্ডে বিজেপি ১০ টি আসনে এগিয়ে বিজেপি। চারটি আসনে এগিয়ে কংগ্রেস।
08 Dec 2022, 08:13 AM IST
প্রাথমিক ট্রেন্ডে সামান্য এগিয়ে BJP, টক্কর কংগ্রেসের
হিমাচল প্রদেশের বিধানসভা ভোট: চাম্বা পশ্চিমে এগিয়ে কংগ্রেস। যা আগেরবার জিতেছিল বিজেপি। ডালহৌসি পশ্চিমে এগিয়ে বিজেপি। যে আসনে গতবার কংগ্রেস জিতেছিল। শিমলা গ্রামীণে এগিয়ে বিজেপি। যে আসনে জিতেছিল কংগ্রেস। বিজেপি ২-১ কংগ্রেস।
08 Dec 2022, 08:12 AM IST
এবার হিমাচলে বিজেপির মাথাব্যথা বিক্ষুব্ধ
এবার হিমাচল প্রদেশে বিজেপির মাথাব্যথার কারণ হতে পারে 'বিক্ষুব্ধরা'। রাজনৈতিক মহলের মতে, এবার বিজেপির কমপক্ষে ২১ জন 'বিক্ষুব্ধ' আছেন।
08 Dec 2022, 08:02 AM IST
পাহাড়ের আশীর্বাদ পাবে কারা? হিমাচলে শুরু ভোটগণনা
হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা: শুরু হয়ে গেল ভোটগণনা। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা হবে। তারপর ইভিএম খোলা হতে চলেছে।
08 Dec 2022, 07:26 AM IST
কোন দল এবার হিমাচলের মসনদে? বুথফেরত সমীক্ষা কী বলছে?
অধিকাংশ বুথফেরত সমীক্ষা অনুযায়ী, এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিজেপি বা কংগ্রেস - কোনও দলকেই অনেকটা এগিয়ে রাখেনি এক্সিট পোল। অর্থাৎ লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। দুই দলের ব্যবধান এতটাই কম যে বুথফেরত সমীক্ষা থেকে আভাস মিলেছে, হিমাচলের ভাগ্য এবার 'ভোট সুইংয়েই' পালটে যেতে পারে। (হিমাচলের বুথফেরত সমীক্ষার ফলাফল দেখে নিন এখানে)
২০১৭ সালে হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল কী হয়েছিল?
হিমাচল প্রদেশে লড়াইটা দ্বিমুখী হয়ে এসেছে। ২০১৭ সালে হিমাচল প্রদেশে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। ৪৪ টি আসনে জিতেছিল গেরুয়া শিবির। প্রাপ্ত ভোটের হার ৪৮.৭৯ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে গিয়েছিল ২১ টি আসন। ভোট পেয়েছিল ৪১.৬৬ শতাংশ। একটি আসন জিতেছিল সিপিএমের ঝুলিতে। নির্দলরা জিতেছিল দুটি আসনে।
08 Dec 2022, 07:00 AM IST
৬৮ কেন্দ্রে হবে হিমাচলের ভোটগণনা
ভোটগণনার জন্য ইতিমধ্যে প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। রাজ্যের ৫৯ টি জায়গায় ৬৮ টি গণনাকেন্দ্র আছে। মুখ্য নির্বাচনী আধিকারিক মণীশ গর্গ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা-সহ মোট ১০,০০০ ভোটকর্মী মোতায়েন করা হয়েছে। গণনা প্রক্রিয়া যাতে ভালোভাবে হয়, সেজন্য রিটার্নিং অফিসারদের দল এবং সহকারী রিটার্নিং অফিসাররাও থাকবেন বলে জানিয়েছেন তিনি।
08 Dec 2022, 06:54 AM IST
হিমাচল প্রদেশে সরকার গড়তে কত আসন প্রয়োজন?
হিমাচল প্রদেশে মোট বিধানসভা আসনের সংখ্যা হল ৬৮। অর্থাৎ সরকার গঠনের জন্য 'ম্যাজিক ফিগার' হল ৩৫। এবার কোন দল এককভাবে 'ম্যাজিক ফিগার' পার করবে?
08 Dec 2022, 06:54 AM IST
চার দশকের 'রেওয়াজ' ভাঙবে BJP? নাকি জিতবে কংগ্রেস?
হিমাচল প্রদেশে প্রায় চার দশকের 'রেওয়াজ' ভাঙবে বিজেপি? নাকি পাহাড়ি রাজ্যে সেই 'রেওয়াজ' ধরে রাখবে কংগ্রেস? উত্তর মিলতে চলেছে কিছুক্ষণ পরেই। আজ হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা হতে চলেছে। গত ৩৭ বছরে পাঁচ বছর অন্তর শাসক দল পালটে গিয়েছে। তাই কংগ্রেসের আশা, এবারও সেই 'রেওয়াজ' অব্যাহত থাকবে। যদিও বিজেপির আশা, এবারও পাহাড়ি রাজ্যে পদ্মফুল ফুটবে।