অক্ষিতা কুমারী
লোকসভা ভোটের ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। আর সেই ইস্তেহারকে চূড়ান্ত কটাক্ষ করছেন কংগ্রেস নেতৃত্ব। বিজেপি ওই ইস্তেহারকে মোদী কি গ্যারান্টি অথবা সঙ্কল্পপত্র বলে উল্লেখ করেছে। আর কংগ্রেসের দাবি, এটাকে তো মাফিনামা বলে ডাকা উচিত ছিল। সেই সঙ্গেই কংগ্রেসের দাবি, এবার দেশের শাসকদলের উচিত দলিত, আদিবাসী, কৃষক, অগ্নিবীর, বেকার যুবক-যুবতী, অঙ্কিতা ভান্ডারির পরিবারের কাছে ক্ষমা চাওয়া।কংগ্রেস নেতা পবন খেরা জানিয়েছেন, যদি প্রধানমন্ত্রীর একবার গরীব মানুষের থালার দিকে দেখতেন…এটাকে মাফিনামা বলা যেতে পারত।
সেই সঙ্গেই কংগ্রেসের দাবি ২০১৪ সালের ইস্তেহারে যে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সেটাই তো পূরণ করতে পারেনি।কালো টাকা আনার জন্য স্পেশাল টাস্ক ফোর্স চালু করার কথা বলেছিল সেটা করেনি। উত্তর পূর্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলেছিল। সেটা হল না কেন? ১০০ স্মার্ট সিটি আর ১০০টি জেলা থেকে দারিদ্র দূর করার কথা বলেছিল। সেটা হল না কেন?
কংগ্রেসের মিডিয়া সেলের ইনচার্জ অমিতাভ দুবে জানিয়েছেন, বিজেপি ২০২২ সালের মধ্য়ে কৃষকদের আয় দ্বিগুণ করার কথা বলেছিল। কিন্তু সেটা হল না কেন? তাদের লোনটা তো দ্বিগুণ হয়ে গেল। পিএম কিষানের উপভোক্তার সংখ্যা ২০১৯ সালে ছিল ১২ কোটি। আর ২০২৪ সালে সেটাই হয়ে গেল ৪ কোটি। সেই সঙ্গে জিরো শতাংশে কৃষকদের স্বল্পমেয়াদি লোন দেওয়ার ব্যাপারটা পুরো ভাঁওতা ছিল।