রাত পোহালেই দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন শুরু হবে। অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলাতেও এই ভোট আছে। দার্জিলিং জেলায় দ্বিতীয় দফার ভোট হবে সকাল ৭টা থেকে। দার্জিলিং জেলার প্রত্যন্ত অঞ্চলের পি–২ শিরখোলা সামাদেন ও রামমামের ভোটকেন্দ্রে আজ পৌঁছয় ইভিএম। আজ সকালে ঘোড়ায় করে ইভিএম, ভিভিপ্যাড নিয়ে আসা হয়েছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রেও ভোট হবে। দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা আসনে ভোট হবে। আজ, বৃহস্পতিবার সকাল থেকে ভোট করতে হাজির হন ভোট কর্মীরা। শিলিগুড়ি কলেজে তৈরি হয়েছে ডিসি আরসি সেন্টার। সেখান থেকে দার্জিলিং জেলার সমতলের নানা এলাকায় ভোটকর্মীরা ভোট করতে যাবেন। ভোটকর্মীরা যাতে সুস্থভাবে ভোট কেন্দ্রে পৌঁছতে পারেন তার জন্য চলছে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। এই আবহে এবার হেল্পলাইন নম্বর চালু করল বিজেপি। যা নিয়ে চর্চা তুঙ্গে।
এদিকে দার্জিলিংয়ের তিনটি এলাকার ভোটারদের রায় নিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ভোটকর্মীরা। ওই তিন বুথ এতটাই দুর্গম জায়গায় যে, সেখানে সরাসরি গাড়ি পৌঁছয় না। কিছুটা গাড়িতে, আবার কিছুটা হেঁটে সেখানে যেতে হয়। আজ সকালে দার্জিলিং গভর্নমেন্ট কলেজের ডিসিআরসি থেকে ভোটকর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বুথের উদ্দেশে রওনা হন। তবে বিজেপির এই হেল্পলাইন নম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে সূত্রের খবর। এই হেল্পলাইন নম্বর হল– ০৮০৬২৩৪৮৪০৫। এছাড়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরও রাখা হচ্ছে। যার নম্বর— ৮১০০৮৭৬১০৭।
আরও পড়ুন: টাঙ্গাইল শাড়ি তুমি কার? দু’দেশের মধ্যে রয়েছে দড়ি টানাটানি, জিআই তকমা বাংলাদেশের
অন্যদিকে এই বছর দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৭৬ হাজার ৮৯৮। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৯৫ হাজার ২৮৭ এবং মহিলা ভোটার ৮ লক্ষ ৮১ হাজার ৬১০। দার্জিলিং জেলায় মোট ১৯৯৯টি বুথে ভোটগ্রহণ হবে। তার মধ্যে ৫৮টি বুথ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত। প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি। অবাধ ও শান্তিপূর্ণ ভোটপর্ব শেষ করতে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে। তারপরও বিজেপি বাড়তি সতর্কতা নিচ্ছে। কারণ উত্তরবঙ্গকে তারা আলাদা চোখে দেখে। তাই একটা ইমেল আইডি প্রকাশ করা হয়েছে। সেটি হল—emergencyresponsebjp@gmail.com