তিনি Big B, অমিতাভ বচ্চন, বলিউডের কিংবদন্তিদের মধ্যে একজন। বলিউডে বহু ছবিতে অভিনয় করেছেন তিনি। এখন আমরা আপনাকে অমিতাভ বচ্চনের এমন একটি ছবি সম্পর্কে বলব যা ১৯৭৯ সালের সর্বাধিক আয়কারী একটি সিনেমা ছিল। সেই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে জুটি বেঁধেছিলেন রেখা। সেই জুটি সিনেপ্রেমীদের বেশ মনে ধরেছিল। আর সেই ছবিতেই অমিতাভ বচ্চনের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন 'শোলে'র 'গব্বর সিং' আমজাদ খান। বলুন তো সেই ছবির নাম কী?
বলুন সেই ছবির নাম কী?
চিনতে পারছেন অমিতাভ-রেখা অভিনীত সেই ছবির নাম? না চিনতে পারলে সেই ছবির নাম ও ছবি সম্পর্কে আমরাই আপনাকে জানিয়ে দিই। এই ছবির নাম ছিল 'সুহাগ'। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে। অমিতাভ বচ্চন ও রেখা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন শশী কাপুর, পারভিন ববি, নিরূপা রায়, রঞ্জিত বেদী, কাদের খান এবং জীবন ধর।
'শোলে' ছবিতে গব্বরের ভূমিকায় অভিনয় করেছিলেন যে আমজাদ খান, যিনি কিনা আবার অমিতাভ বচ্চনের চেয়ে দুই বছরের বড় এবং শশী কাপুরের চেয়ে দুই বছরের ছোট ছিলেন। তবুও তিনি 'সুহাগ' ছবিতে অমিতাভ বচ্চন এবং শশী কাপুরের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন। তবে এই ছবিতে নেতিবাচক চরিত্রেও দেখা গিয়েছিল আমজাদ খানকে।
আরও পড়ুন-রটেছিল অসুস্থতার খবর, এরই মাঝে কোন্নগরে শকুন্তলা কালী মায়ের দর্শনে কাঞ্চন মল্লিক

ছবির বাজেট ও আয়
sacnilk.com-এর তথ্য অনুযায়ী জানা যায় 'সুহাগ' ছবির বাজেটের ছিল প্রায় ৩ কোটি টাকা। আর সেই ছবি সে সময়ে দেশীয় বক্স অফিসে আয় করেছিল প্রায় ১১.৭০ কোটি টাকা। ছবিটি পরিচালনা করেছিলেন মনমোহন দেশাই। ছবিতে দুই ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন শশী কাপুর ও অমিতাভ বচ্চন। ছবিটির আইএমডিবি ৬.৫ রেটিং পায়। আপনি এই সিনেমাটি আমাজন প্রাইম ভিডিওতে দেখতে পারেন।