বক্স অফিসে 'পুষ্পা-২'-এর পাহাড় প্রমাণ সাফল্য, তবু শান্তি নেই 'পুষ্পা' আল্লু অর্জুনের। মহিলা অনুরাগীর মৃত্যুর প্রতিবাদে এবার হায়দরাবাদে আল্লু অর্জুনের বাড়িতে হামলা চালালেন একদল বিক্ষোভকারীা। জানা যাচ্ছে, আল্লু অর্জুনের জুবিলি হিলসের বাড়িতে এই হামলা চালিয়েছেন ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির একদল সদস্য।
এই হামলার ঘটনা ঘটে ২২ ডিসেম্বর, রবিবার বিকেল ৪. ৪৫ নাগাদ। প্ল্যাকার্ড হাতে নিয়ে কয়েকজন ব্যক্তি হঠাৎই জুবিলি হিলসের অভিনেতা আল্লু অর্জুনের বাড়ির গণ্ডির মধ্যে ঢুকে পড়েন। এবং স্লোগান দিতে শুরু করেন। এদের মধ্যে একজন বাড়ির কম্পাউন্ডে উঠে টমেটো ছুড়তে শুরু করেন। নিরাপত্তা কর্মীরা আপত্তি জানালে এবং তাঁদের পাঁচিল থেকে নামতে বলা হলে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এরপর বিক্ষোভকারীরা পাঁচিল থেকে নেমে নিরাপত্তা কর্মীদের মারধর শুরু করেন। সেখানে র্যাম্প বরাবর রাখা কিছু ফুলের টব নষ্ট করে দেওয়া হয়। ইট ছুড়তে থাকেন কিছু বিক্ষভকারী।
এরপর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় জুবিলি হিলস পুলিশ। ঘটনায় মোট ৬ জনকে আটক করা হয়। জানা যাচ্ছে, বিক্ষোভকারীরা সকলেই ওসমানিয়া বিশ্ববিদ্যালয় জয়েন্ট অ্যাকশন কমিটির (OU-JAC) সদস্য। উল্লিখিত অপরাধের সঙ্গে জড়িত ৬ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাঁদের সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হায়দরাবাদের ডিসিপি পশ্চিম অঞ্চল।
আরও পড়ুন-দুবাই গিয়ে ১৩হাজার ফিট উপর থেকে ঝাঁপ, ভয়কে জয় করতে গিয়ে একী করলেন দেবচন্দ্রিমা!