সম্প্রতি জিগরা ছবির পরিচালক ভাসান বালা জানিয়েছেন যে করণ জোহর যে এভাবে তাঁকে না জানিয়েই আলিয়া ভাটকে এই উক্ত ছবির রাফ ড্রাফট পাঠিয়ে দিয়েছিলেন সেটা মোটেও পছন্দ হয়নি তাঁর। সেটা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর করণ জানান ভক্ত এবং মিডিয়ার তরফে পরিচালকের মন্তঃযকে বিকৃত করা হয়েছে। এবার এই গোটা বিষয় নিয়ে মুখ খুললেন ভাসান বালা।
আরও পড়ুন: 'ওর কাছে বায়না করেছি...' দেবীপক্ষ শুরু হতেই পুজোর আমেজে নুসরত, যশের কাছে আবদার করে কী চাইলেন?
কী জানালেন ভাসান বালা?
রবিবার ভাসান বালা তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সঙ্গে লেখেন একটা বড় ক্যাপশন। এই পোস্টে পরিচালক মুম্বইয়ের রাজপথের দুটো হোর্ডিংয়ের ছবি পোস্ট করেন কোলাজ করে। সেখানে আলিয়া ভাট অভিনীত ২০২২ সালের ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি এবং তাঁর আসন্ন ছবি জিগরার পোস্টার দেখা যাচ্ছে।
সেই পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, '২০২২ সালে আমি বাঁদিকের ছবিটা তুলেছিলাম, আর চেয়েছিলাম ডানদিকের ছবিটা একই জায়গায় থাকুক। ২০২৪ সালে সেটা পূরণ হল। অবশ্যই স্বপ্নপূরণ হল। ১১ অক্টোবর আসল জবাব পাওয়া যাবে।' এই পোস্টে আলিয়া ভাট রিঅ্যাক্ট করেছেন। বাদ যাননি সিকান্দর খের।
কী নিয়ে গোল বেঁধেছিল?
সম্প্রতি ট্রায়েড এবং রিফিউজড প্রোডাকশনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভাসান জানিয়েছিলেন তিনি একদম খুশি ছিলেন না যখন তিনি জিগরা ছবিটির খসড়া করণ জোহরকে পাঠানোর পরই তিনি সেটা আলিয়া ভাটকে পাঠিয়ে দেন। তাঁর কথায়, ‘ আমি একটা কাঁচাপাকা হাতে লেখা খসড়া পাঠিয়েছিলাম করণকে। ৬-৭ ঘণ্টা পর আমায় জানায় ওটা ও আলিয়াকে পাঠিয়ে দিয়েছে। আমি একদম খুশি ছিলাম না। স্পেলিং চেক করিনি, গ্রামার চেক করিনি, কিছুই না। আমি করণকে বলেছিলাম কেন এটা করলে? ও জানিয়েছিল এভাবে কাজ হয়।’ তবে আলিয়ার ওই খসড়া দারুণ লেগেছিল। তিনি দ্বিতীয় ভাগ পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন।