কল্পকাহিনীর মতো বোধহয় তাঁর বয়স উল্টোদিকেই চলে। যে বয়সে বাবা,কাকা অথবা দাদুর ভূমিকা অভিনয় করার কথা, সেই বয়সে সুঠাম শরীর নিয়ে অনিল করছেন একজন নায়কের ভূমিকায় অভিনয়। তাও আবার যে সে চরিত্রে নয়, একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
সুবেদার টিজার
সোশ্যাল মিডিয়ায় ‘সুবেদার’ সিনেমার যে প্রথম ঝলক দেখা গেছে সেখানে দেখা যাচ্ছে, জানলা দরজা আটকানো একটি ঘরের মধ্যে একজন ব্যক্তি চেয়ার নিয়ে যাচ্ছেন। বাইরে থেকে বেশ কয়েকজন লোক হুমকি দিচ্ছে। ভেতরে এলেই ভেতরে থাকা ব্যক্তিকে তারা মেরে ফেলবে, এমন কথা বারবার শোনা যাচ্ছে। ঘরের ছিটকিনি প্রায় ভেঙে যাওয়ার জোগাড়। সমানে ডেকে যাচ্ছে একটি কুকুর।
আরও পড়ুন: বড়দিনে স্ট্র্যাপলেস গাউনে ভক্তদের ঘুম কাড়লেন ভূমি! জানেন এই পোশাক কিনতে পকেট চাপ পড়বে কত?
আরও পড়ুন: ছেলের সামনেই রোম্যান্সে মজে সইফ করিনা! সিক্রেট সান্টার উপহার পেয়ে হাঁ তৈমুর, কী সেটি?
টিজার চলাকালীন দেখা যায় অনিলের ফার্স্ট লুক। একটি খাদি পোশাক পরে হাতে বন্দুক নিয়ে চেয়ারের উপর বসে রয়েছেন অনিল। বাইরে থেকে যে ব্যক্তিরা চিৎকার করছিল, তারা অনিলকে সৈনিক বলেই সম্বোধন করে। বোঝাই যাচ্ছে, একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা। ভয়বিহীন চোখে হাতে বন্দুক নিয়ে আক্রমণকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হচ্ছেন অভিনেতা।
অনিলের লুক দেখে কী বলছেন জনতা?
অনিলের এই ফাস্ট লুক দেখে রীতিমত ফিদা হয়ে গেছেন নেট দুনিয়ার বাসিন্দারা। একজন লিখেছেন, ভাই ভাই!! অন্য একজন লিখেছেন, দুর্দান্ত লাগছে। তৃতীয় একজন লিখেছেন, একেবারে সাউথ মুভির মতো লাগছে। চতুর্থ একজন লিখেছেন, আক্ষরিক অর্থেই আপনি বলবীর সিং। কেউ কেউ আবার অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও জানিয়েছেন।
প্রসঙ্গত, ‘সুবেদার’ সিনেমার এই টিজার প্রকাশ্যে এনেছে প্রাইম ভিডিয়ো। ক্যাপশনে লেখা রয়েছে, একটি বিশেষ দিনে একটি বিশেষ ঘোষণা। সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। প্রযোজনা করেছেন বিক্রম মালহোত্রা, সুরেশ ত্রিবেণী এবং অনিল কাপুর। তবে সিনেমাটি কবে মুক্তি পাবে সেই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। অনিল কাপুরের বিপরীতে কে অভিনয় করছেন সেই বিষয় নিয়েও কিছু জানা যায়নি।