মাত্র মাসখানেক হয়েছে যে চিরসখা ধারাবাহিকটি শুরু হয়েছে। অল্পদিনেই দর্শকদের নজর কেড়েছে এই মেগা। টিআরপি তালিকাতেও সেরা ১০ এ জায়গা করে নিয়েছে অপরাজিতা ঘোষ দাসের এই সিরিয়াল। কিন্তু মাসখানেক যেতে না যেতেই কানাঘুষোয় শোনা যাচ্ছে বদলে যাচ্ছেন নায়ক! সুদীপকে সরিয়ে কে জায়গা নিচ্ছেন?
আরও পড়ুন: সারেগামাপা শেষ হতেই নতুন শুরুর ঘোষণা ফার্স্ট রানার আপ ময়ূরীর! এবার কোথায় শোনা যাবে তাঁর গান?
আরও পড়ুন: কড়া অনুশীলনে ব্যস্ত ‘রঘু ডাকাত’! ঘোড়সওয়ারি শেখার ফাঁকে কী করলেন দেব?
কী ঘটেছে?
গত রবিবার অর্থাৎ ২ মার্চ আচমকাই রটে যায় অপরাজিতার বিপরীতে নাকি সুদীপ মুখোপাধ্যায়কে মেনে নিতে পারছেন না দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় চলছে কটাক্ষের বন্যা। অহরহ উঠছে নায়ক বদলের দাবি। তাহলে কাকে দেখতে চাইছেন দর্শকরা? অপরাজিতা এবং ঋষি কৌশিকের জুটি ছোট পর্দার দারুণ হিট। এবারও সেই জুটিকেই দেখতে চায় দর্শকরা। যখন লীনা গঙ্গোপাধ্যায় তাঁর এই ধারাবাহিকের কথা ঘোষণা করেন তাও অপরাজিতাকে নায়িকা হিসেবে তখন অনেকেই অনুমান করেছিলেন যে হয়তো নায়ক হিসেবে ঋষিই থাকবেন। কিন্তু সেটা না হওয়ায় বেশ ক্ষুব্ধ তাঁরা।
কুসুমদোলা বা একদিন প্রতিদিনের মতো হিট ধারাবাহিকে জুটি বেঁধেছিলেন ঋষি এবং অপরাজিতা। শুধুই কি উক্ত দুই ধারাবাহিক? এখানে আকাশ নীল ধারাবাহিকেও তাঁরা দারুণ ভাবে নজর কেড়েছিলেন। তবে কি এবার চাপে পড়ে বদলে যাচ্ছে চিরসখা ধারাবাহিকের নায়ক? জানা গেল বিষয়টা মোটেই এমন না।
না, বদলাচ্ছে না অপরাজিতার নায়ক। তাঁর চিরসখা হিসেবে থাকছেন সুদীপ মুখোপাধ্যায়ই। এই জল্পনার বিষয়ে লীনা গঙ্গোপাধ্যায় নিজেই আনন্দবাজারকে জানিয়েছেন এই রটনা ভুয়ো। অন্যদিকে ঋষি কৌশিক জানিয়েছেন তাঁর কাছে এমন কোনও খবর আসেনি। তিনি কিছুই জানেন না।
সুদীপ মুখোপাধ্যায়ের কথায়, 'যখন এই ধারাবাহিক ঘোষণা করা হয় তখন থেকেই প্রচুর কটাক্ষ সহ্য করেছি। কিন্তু এখন যখন এমন জল্পনার পোস্টে কমেন্ট দেখি তখন মন ভালো হয়ে যায়। অনেকেই জানান যে এই চরিত্রে আমিই সেরা। আমি সরে গেলে নাকি তাঁদের এই ধারাবাহিক দেখার আকর্ষণ কমে ভাবে। তাঁরা আমাকেই চান।'
আরও পড়ুন: দুরন্ত গতিতে ৫০০ কোটির দোরগোড়ায় ছাবা! ১৮ তম দিনে বক্স অফিসে কত আয় করল ভিকির ছবি?
আরও পড়ুন: মিঠিঝোরার অনির্বাণের জীবনে বসন্তের ছোঁয়া! চেনেন সুমনের প্রেমিকাকে?
চিরসখা প্রসঙ্গে
চিরসখা গল্পে উঠে এসেছে এক স্বামীহারা মহিলার কথা, যার চিরসখা হিসেবে তাঁর পাশে সবসময় থাকেন তাঁর স্বামীর বন্ধু। দুজনের রসায়ন, জীবনের ওঠাপড়া নিয়েই এই ধারাবাহিক।