টলমলে পায়ে একাই উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করছে ছেলে আভ্যান। নেটমাধ্যমের পাতায় ছেলের মিষ্টি ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। শনিবার ইনস্টাগ্রামে ছেলের এই ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী।
ভিডিয়োর শুরুতে ক্যামেরার পিছন থেকে দিয়ার স্বামী বৈভবের গলার স্বর শোনা গিয়েছে। খুদে আভ্যানকে নিজের দিকে হেঁটে আসার কথা বলছেন তিনি। যদিও এক দুই পা হাঁটার পরই ধপাস করে মাটিতে বসে পড়ে আভ্যান। আবার উঠে দাঁড়িয়ে হাঁটার চেষ্টা করে সে। বৈভব এবং দিয়া দুজনেই ক্যামেরার পিছন থেকে আভ্যানকে ফের উঠে হেঁটে আসার সাহস জোগাতে থাকে। ছেলেকে আস্তে আস্তে হাঁটার কথা বলেন দিয়া। আরও পড়ুন: পুটিরাম, প্যারামাউন্ট, গিরিশ, বলবন্ত- কলকাতায় এসে ফুড ব্লগার হয়ে গেলেন অনুষ্কা
এ দিকে নতুন নতুন হাঁটতে শিখে আনন্দে আত্মহারা খুদে আভ্যান। হাসি যেন তাঁর মুখে ধরে না। ভিডিয়োর শেষে দিয়া ছেলেকে ধরে ‘হাই’ বলেন। মাকে দেখে খুদেও বেশ মিষ্টি ভাবে ‘হাই’ বলে ওঠে। আরও পড়ুন: চশমা না ব্রা! 'টুকাইবাবু' ঋত্বিকের পোস্ট দেখে তোলপাড় নেটদুনিয়া