নির্মলা সীতারমন এদিন যে শাড়ি পরে বাজেট পেশ করলেন সেটা কোনও নামী দামী ফ্যাশন ডিজাইনারের বানানো নয়। বরং একজন তাঁকে নিজের হাতে এই শাড়িটি বানিয়ে উপহার দিয়েছেন। ভাবছেন কে এই ব্যক্তি? দুলারী দেবী। তিনিই নির্মলা সীতারমনকে এই শাড়ি দিয়েছেন। কিন্তু কে এই মহিলা?
আরও পড়ুন : খালি জাপটে ধরে চুমু নয়, লাইভ শোতে মহিলার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ট্রোলড উদিত নারায়ণ! ছিঃ ছিঃ নেটপাড়ায়
কী ঘটেছে?
এদিন নির্মলা সীতারমন যে শাড়ি পরে বাজেট পেশ করলেন সেখানে ফুটে উঠেছে ভারতের সংস্কৃতির ছাপ। মধুবনী শিল্প দেখা যাচ্ছে তাঁর শাড়িতে। এই শাড়িটা তাঁকে উপহার দিয়েছেন দুলারী দেবী। ভাবছেন কে এই মহিলা। তিনি একজন মধুবনী শিল্পী, পেয়েছেন পদ্মশ্রী সম্মান।
দুলারী দেবী ২০২১ সালে পদ্মশ্রী পেয়েছেন। তাঁর সঙ্গে নির্মলা সীতারমনের দেখা হয় মিথিলা আর্ট ইনস্টিটিউটে যেটা বিহারের মধুবনীতে অবস্থিত। সেখানেই তাঁদের দুজনে মধুবনী শিল্প নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়। অর্থমন্ত্রীর ব্যবহার দুলারী দেবীর এতটাই ভালো লাগে যে তিনি এই শাড়ি তাঁকে উপহার দেন। জানা গিয়েছে এবার থেকে এই দুলারী দেবীর শাড়ি পরেই তিনি বাজেট পেশ করবেন। মধুবনী শিল্প, ছাপা দেখা যাবে তাঁর শাড়িতে।
দুলারী দেবী একটি অত্যন্ত গরীব পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করার তেমন সুযোগ পাননি। একটা সময় লোকের বাড়িতে কাজ করতেন। পরিচারিকা ছিলেন। বাসন মাজতেন লোকের বাড়িতে। পাশাপাশি ধরে রেখেছেন মধুবনী শিল্পকেও।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, নির্মলা সীতারমন ইতিহাস তৈরি করলেন। তিনি ভারতের প্রথম অর্থমন্ত্রী যিনি পরপর আটটা ইউনিয়ন বাজেট পেশ করলেন। আর সেই উপলক্ষে তিনি এই মধুববী শিল্পের শাড়ি পরে এসেছিলেন।
আরও পড়ুন : সা রে গা মা পা -এ 'একমাত্র ভরসা' রূপমকে শ্রদ্ধার্ঘ্য ময়ূরীর, অনুরাগীর পারফরমেন্সে 'আপ্লুত' রকস্টার
আরও পড়ুন : 'এতে কোনও কবির কি কিছু যায় আসে?' কলকাতায় ঢুকতে দেন না মমতা! বইমেলা আবহে মুখ্যমন্ত্রীর 'নালিশ' তসলিমার