রাজারহাটের DRR স্টুডিয়োতে ভয়াবহ অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দুটি মেকআপ ভ্যান। এখানেই দাদাগিরি, দিদি নং ১, সারেগামাপা-র মতো রিয়েলিটি শোগুলির শ্যুটিং হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিমেষে ভস্মীভূত হয়ে যায় মেকআপ ভ্যানগুলি। সকাল সাড়ে ১১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
প্রাথমিকভাবে খবর, প্রথমে স্টুডিয়োর মধ্যে দাঁড়িয়ে থাকা মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানটিতেও ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটা টিনের শেডেও আগুন লেগে যায়। মেকআপ ভ্যানের এসি থেকেই এই বিপত্তি ঘটেছে বলে প্রাথমিক অনুমান।
এদিকে সোমবার থেকেই এই স্টু়ডিয়োতেই শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল সারেগামাপা-র। এবিষয়ে Hindustan Times Banngla-র তরফে সারেগামাপা-র পরিচালক অভিজিৎ সেনের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, আমি সবে মাত্র ফিরেছি দিল্লি থেকে, তাই এখনই কিছু বলতে পারব না।