সঞ্জয় দত্তর 'খলনায়ক' মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। ছবিটি ছিল সুপারহিট। ৬ অগস্ট ছবিটি মুক্তির ৩০ বছর পূর্ণ হয়েছে। আর তারই সেলিব্রশন উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর 'খলনায়ক' ছবিটি আবারও ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক সুভাষ ঘাই।
খলনায়ক
পুরনো আঙ্গিকে 'রকি অউর রানি কি প্রেম কাহানি' বানিয়ে সফল হয়েছেন করণ জোহর। ২০০১-এর ছবি গদর: এক প্রেম কথা-র সিক্যুয়েলও ব্লকবাস্টার। তাই কি বক্স অফিস জয় করতে এবার পুরনো ছবিকে হলে ফেরানোর হিড়িক পড়েছে? সাম্প্রতি ছবিটা তাই বলছে। কিছুদিন আগেই জানা গিয়েছে গদর ২-র সফল্যের পর বর্ডার ২ আসছে। এমনকি সানির হিট ছবি 'মা তুঝে সলম'-এরও সিক্যুয়াল আসছে। আর এবার পরিচালক সুভাষ ঘাই আনতে চলেছেন 'খলনায়ক'।
হ্যাঁ, ঠিকই শুনছেন। সঞ্জয় দত্তর 'খলনায়ক' মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে। ছবিটি ছিল সুপারহিট। ৬ অগস্ট ছবিটি মুক্তির ৩০ বছর পূর্ণ হয়েছে। আর তারই সেলিব্রশন উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর 'খলনায়ক' ছবিটি আবারও ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানান পরিচালক সুভাষ ঘাই। প্রসঙ্গত, 'খলনায়ক'-এ সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ৷