পরিচালক মহেশ ভাট এবং সোনি রাজদান কন্যা আলিয়া ভাট। মহেশ ভাটের সবথেকে ছোট মেয়ে আলিয়া। তাই সব থেকে ছোট মেয়ের বিয়েতে বাবার খাটনি তো হবেই। শরীর ক্লান্ত বাবার, এদিকে মেয়ে শ্বশুরবাড়ি যাবে। বাবার মনে যতটা আনন্দ, মেয়েকে বিদায় জানাতে বুকে একটা চিনচিন ব্যথাও রয়েছে।আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ের একাধিক ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল। জামাই রণবীরকে জড়িয়ে ধরে যেমন মহেশ ভাটকে আবেগতাড়িত দেখা গিয়েছে। তেমনি মহেশ ভাটের আরও একটি ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ছোট মেয়ে আলিয়ার বিয়ের শেষে মহেশ ভাটের চোখে-মুখে ক্লান্তির ছাপ। বিয়ের বাড়ির কোণায় বসে আরাম করছেন তিনি। তাঁকে সেবা করতে এগিয়ে এলেন আলিয়ার সৎ দাদা রাহুল ভাট। রাহুল সযত্নে বাবা মহেশের পা টিপে দিচ্ছেন। সেই ছবি নেটমাধ্যমে নিজে পোস্ট করেছেন রাহুল। ক্যাপশনে লিখেছেন, ‘বসেদের বস। আমার বাবা।’ ছবিতে মহেশ ভাটকে আরাম করে একটি চেয়ারে বসে ফোন ঘাটতে দেখা গিয়েছে।প্রসঙ্গত, মহেশ ভাটে প্রথম স্ত্রী কিরণ ভাটের ঘরে দুই সন্তান পূজা ভাট এবং রাহুল ভাট। পেশায় একজন সেলিব্রিটি ফিটনেস এক্সপার্ট রাহুল। কিরণের পরে সোনি রাজদানকে বিয়ে করেন মহেশ ভাট। তাঁদের দুই সন্তান শাহিন এবং আলিয়া।