অরিজিৎ সিং-এর গান প্লে লিস্টে রাখতে পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুস্কর। গায়ককে সামনে থেকে দেখতে, একটা সেলফি কিংবা অটোগ্রাফ পেতে লাইভ শো-তে লেগে যায় লম্বা ༒ভিড়। এম♛নকী টিকিটের দামও থাকে আকাশছোঁয়া। তবে অরিজিতের গান নিয়ে যেমন চলে জল্পনা, তেমন তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কম প্রশ্ন থাকে না!
অরিজিৎ আর কোয়েলের জুটিকে নিয়ে মাতামাতি চলতেই থাকে। তবে সকলেই প্🐻রায় জানেন, অরিজিতের দ্বিতীয় বউ কোয়েল। এর আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন গায়ক। যদিও কে সেই মেয়ে, তা জানেন না কেউই। একটা নাম বারবার উঠে আসে, তা হল রূপরেখা বন্দ্যোপাধ্যায়। ফেম গুরুকুল দিয়ে খ্যাতির আলোয় এসেছিলেন অরিজিৎ। আর সেই ফেম গুরুকুলই জিতে♍ছিলেন রূপরেখা।
সত্যিই🦋 কি বিয়ে হয়েছিল রূপরেখা আর অরিজিতের? সম্প্রত🐻ি এই নিয়ে মুখ খুললেন কাজী তৌকির। তৌকির আর রূপরেখার জুটিই জিতেছিল ফেম গুরুকুল।
সাংবাদিক বৈঠকে একবার অরিজিৎকে বলতে শোনা গিয়েছিল, ‘অনেক কষ্ট ও ভাঙাগড়ার মধ্যে দিয়ে আমাকে 💃যেতে হয়েছে৷ এই নি♉য়ে আমি কিছু বলতে চাই না৷’ কোয়েল-অরিজিতের বিয়ে হয়েছিল ২০১৪ সালে। আর ২০১৩ সালে অরিজিৎ প্রথম বিয়ে করেন বলে খবর। কিন্তু কে সেই মেয়ে, তা আজও ধোঁয়াশা।
সিদ্💜ধার্থ কান্নন🔜ের সঙ্গে সাক্ষাৎকারে কজী তৌকির স্পষ্ট করে জানান, ‘আমার মোটেও জানা নেই অরিজিতের প্রথম বউ ও বলে। এসব গুজব। শোনা যায় অনেককিছুই। আমি নিশ্চিত। এসব তো আমিও সোশ্যাল মিডিয়ায় দেখি।’
কাজী জানান, ‘দেখা হলে আমরা এসব কথা কখনোই বলি না। আমি কি জিজ্ঞেস করব নাকি, তোমার প্রথম বউ কে! আমরা শেষ যেদিন দেখা হয়েছিল, বৃষ্টি নিয়ে ক🐼থা বলেছিলাম।’
আগরপাড়ার বাসিন্দা রূপরেখা ফেম গুরুকুলে অরিজিৎ সিংকে হারিয়ে ট্রফি জিতে নেন। অরিজিৎ সিংয়ের সঙ্গে তাঁর বিয়ের গুজব ছড়ানোর পর রূপরেখা ফেসবুক লাইভে এসে স্পষ্ট জানিয়ꦉে দেন যে তিনি অরিজিৎ-এর প্রথম পক্ষের স্ত্রী নন। ২০১০ সাল থেকে তিনি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ৷ তাঁর স্বামীর সঙ্গে তাঁর বিবাহিত জীবনও খুব সুখের। তাঁদের একটি মেয়েও আছে। অরিজিতের গানের খুব বড় ভক্তও তিনি। তাই এসব কথা বলার কোনও মানেই হয় না।
রূপরেখা জিতলেও সেভাবে সংগীতের জগতে ছ😼াপ ফেলতে পারেননি। বিজয়ী ঘোষিত হওয়ার পর কাজীর সঙ্গে একটি অ্যালবামও প্রকাশিত হয়েছিল তাঁর। সারা বিশ্বজুড়ে 𒊎যার পাঁচ মিলিয়ন কপি বিক্রি হয়েছিল। কিন্তু তারপর সুরের জগত থেকে হারিয়ে যান দুজনেি। কাজী তৌকির মনোনিবেশ করেন অভিনয়ে।