সারেগামাপার সাম্প্রতিকতম পর্বে তিথির গান একেবারেই ভালো লাগেনি বিচারকদের। কিন্তু এদিন তাঁকে তাঁর ভুল ধরিয়ে দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বিচারকদের উল্টে বিদ্রুপ, কটাক্ষ শানাল নেটপাড়া! ইন্দ্রদীপ দাশগুপ্তর বলা কথা নিয়ে কী বলছেন সবাই?
আরও পড়ুন: 'ওর ওটা খুব পছন্দের', বিয়ের ৫১ বছর পার, আজও ভালোবেসে জয়াকে কী উপহার দেন অমিতাভ?
আরও পড়ুন: মধুমিতাকে চোখে হারাচ্ছেন দেবমাল্য! জুটি বেঁধে 'সেরা ক্রিসমাস ইভ' কাটালেন কীভাবে?
কী ঘটেছে সারেগামাপায়?
এদিন জি বাংলার তরফে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত তিথি গান শেষ করার পর তাঁকে বলছেন, 'গলাটা খারাপ? ঠান্ডা লেগেছে? গানটির যে মূলভাব সেটার মধ্যে ঢুকিসনি বাবা। গানটার যে রিদম বাজছে সেটার মধ্যে একটা ঝোল আছে। ওই ঝোলটা গাওয়ায় ছিল না। গাওয়া গাওয়ার মতো হচ্ছে ঝোলটা নেই। এমন কিছু রকেট সায়েন্স নেই যে করতে হবে। তাল নিতে হবে। মূলভাব নিতে হবে। তোর থেকে এটা আশা করিনি।'
এরপরই ইমন চক্রবর্তী বলেন, 'শুরুটা তুই খুব সুন্দর করেছিস। ভেবেছিলাম পুরোটাই ভালো করবি। তারপর স্কেল হোক বা কিছুর সমস্যা হয়েছে। শুনতে কোথাও কোথাও ফ্ল্যাট লেগেছে।' জোজো বলেন, 'তুমি বললে তোমার গলা খারাপ নয়। কিন্তু আওয়াজ শুনে আজ আমার কেন, এখানে অনেকেরই হয়তো মনে হয়েছে যে তোমার গলাটা খুব টায়ার্ড। তুমি কি খুব টায়ার্ড? ঘুম হয়নি? উপরের যে নোটগুলি অনায়াসে পারিস সেগুলোতে মনে হচ্ছে যেন অনেক জোর দিতে হচ্ছে।' জোজোর কথায় সুর মেলান কৌশিকী চক্রবর্তীও।
কে কী বলছেন?
এই ভিডিয়ো দেখে অনেকেই ইন্দ্রদীপ দাশগুপ্তর বলা কথা নিয়ে ব্যঙ্গ করেছেন। এক ব্যক্তি লেখেন, 'মাছের ঝোল, ডিমের ঝোল, মাংসের ঝোল হয় শুনেছি কিন্তু গানের ঝোল এই ফাস্ট শুনলাম । গানের মধ্যেও ঝোল রয়েছে।' আরেকজন লেখেন, 'ঝোল দেয়নি শুধু দুই পিস মাংস দিয়েছিল।' তৃতীয় জব লেখেন, 'ওঁকে দুই পিস মাংস দাও।' চতুর্থ জন লেখেন, 'ঝোল থাকলে একটু মাখিয়ে কষিয়ে খেতো।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'ইমনকে গাইতে বলুন না যে ঝোলটা কীভাবে দিতে হবে । যতসব।' কেউ কেউ আবার জোজোর লিপস্টিক নিয়েও কটাক্ষ করেছেন। সেই ব্যক্তি লেখেন, 'জোজোর লিপস্টিকের কালার এমন কেনে?'
সারেগামাপা প্রসঙ্গে
এবারের সারেগামাপাতে আছেন ৮ জন বিচারক। এবারের এই ৮ বিচারক হলেন শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, জাভেদ আলি। এঁরা ৮ জন মিলে বানিয়েছেন ৪টি দল। মোট ৩১ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই শো। আবির চট্টোপাধ্যায় রয়েছেন সঞ্চালক হিসেবে।