সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত চারটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পেতে চলেছে এই বছর। সাজিদ প্রযোজিত সিনেমাগুলির মধ্যে একটি সিনেমা পরিচালনা করছেন বিশাল ভরদ্বাজ। গত ৬ জানুয়ারি শুরু হয়েছে সিনেমার শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে, প্রথমদিনের শ্যুটিংয়ের ছবি।
শিরোনামহীন এই অ্যাকশন থ্রিলার সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করবেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি। শাহিদ এবং তৃপ্তি ছাড়া এই সিনেমায় অভিনয় করবেন নানা পটেকর এবং রণদীপ হুডা। সিনেমাটি আগামী বড়দিন উপলক্ষে ৫ ডিসেম্বর মুক্তি পাবে বড় পর্দায়।
আরও পড়ুন: স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে জেনেও কালা পাত্থরে দূষিত জলেই শ্যুটিং চালিয়ে যান বিগ বি! কেবিসিতে বললেন...
বিশাল ভরদ্বাজ পরিচালিত শিরোনামহীন এই সিনেমার প্রথম দিনের শ্যুটিংয়ের একটি ছবি পোস্ট করা হয়েছে সাজিদ নাদিয়াজ ওয়ালার অফিশিয়াল হ্যান্ডেল থেকে। ছবিতে দেখা যাচ্ছে দূরে একটি চেয়ারে বসে রয়েছেন এক অভিনেতা। অভিনেতার মুখ অস্পষ্ট হলেও বোঝা যাচ্ছে তিনি শাহিদ। দুই হাতে ট্যাটু, চোখে সানগ্লাস, গায়ে বাথরোব জড়িয়ে এবং মাথায় টুপি পরে বসে রয়েছেন অভিনেতা।
ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, বহুদিনের পর অপেক্ষিত সেই সময়। অবশেষে শ্যুটিং শুরু হল। একটা অসামান্য ম্যাজিক দেখার জন্য তৈরি থাকুন। @বিশাল ভরদ্বাজ ফিল্ম। # সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত।
সাজিদ নাদিয়াদওয়ালা একমাত্র প্রযোজক যিনি ২০২৫ সালে চারটি বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করছেন। এই সিনেমাগুলির মধ্যে রয়েছে হাউস ফুল ৫, বাগি ৪, সিকান্দার এবং এই শিরোনামহীন সিনেমাটি।
আরও পড়ুন: কাছাকাছি গিয়েও পাওয়া হল না গোল্ডেন গ্লোবস, পায়েল বললেন, ‘জিততে পারিনি, কিন্তু…’
আরও পড়ুন: গান বাজাচ্ছেন DJ গণেশ, মেয়ের বিয়ের ককটেল পার্টিতে মাথা নেড়ে একি নাচ পরিচালক অনুরাগ কাশ্যপের!
প্রসঙ্গত, ২০২৫ সাল শাহিদ কাপুরের জন্য হতে চলেছে ভীষণ স্পেশাল। বছরের শুরুতেই ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘দেবা’। এই সিনেমায় শাহিদ কাপুরের সঙ্গে অভিনয় করবেন পূজা হেগড়ে। এই সিনেমায় একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন শাহিদ।