বেস্ট ফ্রেন্ড পৌলমীর জন্মদিন উদযাপনেই দুবাইতে পৌঁছে গিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গী রাজ। আপাতত সেখানেই কাটছে রাজ-শুভশ্রীর। 'মি টাইম' কাটাচ্ছেন তাঁরা। তবে কলকাতাতে পরিবারের কাছেই রয়েছে তাঁদের দুই সন্তান ইউভান-ইয়ালিনি। দুবাই থেকে তারকা দম্পতির নানান মুহূর্ত উঠে আসছে সোশ্য়াল মিডিয়ায়।
আর এবার শুভশ্রীর ফ্যান ক্লাবের ইনস্টাগ্রামে উঠে এল এক মজাদার ভিডিয়ো। যেখানে বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে একাধিক বেলুন একটি সুতোয় বেঁধে গলায় ঝুলিয়ে নিতে দেখা গেল শুভশ্রীকে। আর সেগুলি গ্যাস বেলুন হওয়ার কারণে উপরের দিকে উঠে থাকল। সেই বেলুনের মালা পরেই ঘাড় নাড়াতে নাড়াতে হ্যাপি বার্থ ডে বলে বন্ধুকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। তবে আরেকটু হলেই শুভশ্রীর গলায় ফাঁস লেগে যেত। একজন তাই অভিনেত্রীকে সাবধান করে বললেন, ‘গলায় ফাঁস লেগে যাবে শুভ, ইয়ার্কি মারিস না।’ এদিন শুভশ্রী পরেছিলেন জিন্সের স্কার্ট আর বাদামী রঙের একটা টপ।
আরও পড়ুন-নিজের গায়ে হলুদে জমিয়ে নাচলেন, রুবেলের সঙ্গে দেখা মিলল নিতবরের, কে এই খুদে?