রান্নাঘর খ্যাত সুদীপা চট্টোপাধ্যায়কে মাঝে মধ্যেই চরম ট্রোলের মুখে পড়তে হয়। কখনও ছেলেকে সোনার পৈতে পরানোর জন্য ট্রোলড হয়েছেন, কখনও আবার বিলাসবহুল রেস্তোরাঁয় গিয়ে ‘প্রথমবার’ পান্তা ভাত খেয়ে সেটার ভিডিয়ো ট্রোলড হয়েছেন। আর হবেন নাই বা কেন, যাঁর নিজের রেস্তোরাঁ আছে, এত বছর ধরে একটি রান্নার শোয়ের সঞ্চালনা করলেন তিনি কিনা বাংলার ঘরের খাবার পান্তা ভাত খাননি কখনও! খেলেন কিনা কোথায়, একটি বিলাসবহুল রেস্তোরাঁয়! না, তবে এবার সেসব কিছু নয়, বরং একদম অন্য একটা বিষয়ের জন্য ট্রোলড হলেন তিনি।
সকলেই জানেন সুদীপা একজন ঘোরতর ব্যবসায়ী। তাঁর যেমন নিজের রেস্তোরাঁ আছে তেমনই আছে তাঁর শাড়ির ব্যবসা। আর সেই ব্যবসার প্রচার তিনি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় করে থাকেন। এদিন তিনি তেমন ভাবেই কিছু বাংলাদেশি ঢাকাই শাড়ির ছবি পোস্ট করেন। সেই শাড়ির নামের বাহার দেখে চক্ষুচড়কগাছ সবার। উচ্চারণ করতে গিয়ে দাঁত নড়ে গিয়েও থাকতে পারে। কিন্তু যেটা দেখে সবার মাথায় হাত পড়েছে সেটা হল শাড়ির দাম।
সুদীপার পোস্ট থেকে জানা গিয়েছে এই বাংলাদেশি ঢাকাইগুলির দাম মাত্র ৫৫,০০০ থেকে শুরু, আর শেষ ১,৩০,০০০ টাকায় শেষ। ওনলি! আর তাতেই মজা পেয়েছেন নেটিজেনরা। যে শাড়ির দাম বড় জোর ১০,০০০-১৫,০০০ টাকা সেটাই কিনা লাখে বিকোচ্ছেন!
আরও পড়ুন: ছেলের জন্য পাত্রী খুঁজছেন রান্নাঘরের সুদীপা! আদিদেবের বয়স যে মাত্র ৫, তাহলে?
আরও পড়ুন: ‘কার কাছে কই মনের কথা’র পলাশকে নিয়ে বিরক্ত দর্শক, 'জুতো মারব' হুমকি সৌনককে!