গায়ে নেই একটি সুতো। সম্পূর্ণ বিবস্ত্র হয়ে হিমালয়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন বলিউড তারকা বিদ্যুৎ জামওয়াল। কোনও পোশাক না পরেই প্রকৃতির মধ্যে দিন কাটাচ্ছেন তিনি। তাঁর এই সোলো ট্রিপের একাধিক ছবি🎀ও সম্প্রতি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেটা দেখেই সকলে গেল গেল রব তুলেছেন। কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি।
বিদ্যুৎ জামওয়ালের পোস্ট
এদিন সকালে বিদ্যুৎ জামওয়াল তিনটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে জঙ্গলের মধ্যে সময় কাটাতে দেখা যাচ্ছে। টোন্ড বডির প্রায় প্রতিটা অংশই দৃশ্যমান। বিদ্যুৎ যে তিনটি ছবি পোস্ট করেছেন তাঁর একটিতে তাঁকে নগ্ন হয়ে কাঠ জ্বালিয়ে জঙ্গলের মধ্যে রান্না করতে দে𓃲খা যাচ্ছে। আরেক🍬টি ছবিতে তিনি পাহাড়ি নদীতে একই অবস্থায় নেমে স্নান করছেন যে সেটার মুহূর্ত ধরা পড়েছে। আর সর্ব প্রথম ছবিতে বিবস্ত্র অবস্থায় তাঁকে নদীর জলে পা ডুবিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন: সুখী বিবাহিꩲত জীবনের মাঝেই বোমা ফাটালে😼ন রণবীর! অকপটে বললেন, 'আলিয়া আমার প্রথম স্ত্রী নয়'
আরও পড়ুন: ‘আমার টাকা, আপনারা বলার কে?’, আর্চিস নি꧑য়ে নেপোটিজমের খোঁচা খেতেই খেপে গেলেন জোয়া আখতার
এই ছবিগুলো পোস্ট করে অভিনেতা লেখেন, 'ফিরে গেলাম হিমালয়ের কোলে, ঈশ্বরের বাসস্থান।ﷺ আমি এই কাজটা ১৪ বছর আগে শুরু করেছিলাম। আমি বুঝে ওঠার আগেই এটা আমার জীবনের অঙ্গ হয়ে উঠল। প্রতি বছর ৭-১০ দিন আমি একা গিয়ে এখানে কাটিয়ে আসি।'