ভয়ঙ্কর বন্যায় বিধ্বস্ত স্পেন। এখনও পর্যন্ত দেশটিতে বন্যা ও ধসে মৃত্যু বেড়ে হয়েছে ৯৫ জন। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। ফলে মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার প্রবল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয় স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশ ও আশপাশের এলাকায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত পাঁচ দশকের মধ্যে এটিই হল স্পেনে সবচেয়ে ভয়াবহ বন্যা। এরফলে জলের তলায় চলে গিয়েছে বিভিন্ন সেতু, সড়ক থেকে শুরু করে বাড়িঘর। প্রাণ বাঁচাতেই বহু মানুষ বাড়ির ছাদে উঠে পড়েন, আবার গাছ আঁকড়ে ধরেও থাকতে দেখা যায় অনেককে।
আরও পড়ুন: ট্রামির দাপটে ভয়ঙ্কর বন্যা ও ভূমিধস, ফিলিপিন্সে মৃত্যু বেড়ে ১৩০, নিখোঁজ বহু
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ওই অঞ্চলে সারাবছর ধরে যে বৃষ্টি হয় সেই পরিমাণ বৃষ্টি হয়েছে মাত্র ৮ ঘণ্টায়। তারফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয় ভ্যালেন্সিয়ার কিছু অংশে। বহু বাড়িঘর, রাস্তাঘাট ডুবে যাওয়ার পাশাপাশি এই অঞ্চলে কৃষিজমিও ডুবে গিয়েছে। প্রসঙ্গত, স্পেনের সাইট্রাস ফল বিশ্ববিখ্যাত। বন্যা কবলিত অঞ্চলেই স্পেনের প্রায় দুই তৃতীয়াংশ সাইট্রাস ফল উৎপাদন হয়। বন্যার ফলে বহু কৃষিজমি এখন জলের তলায়। এছাড়াও ভেসে গিয়েছে বহু গাড়ি।
জলের তোড়ে ভেসে যাওয়ার পাশাপাশি, শতাধিক মাটির নিচে চাপা পড়েছেন| শুধু ভ্যালেন্সিয়া প্রদেশেই ৯২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া ভ্যালেন্সিয়ার পশ্চিমে কাস্তিলা–লা–মানচায় দুজন এবং মালাগা শহরে একজন ব্রিটিশ নাগরিকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিধ্বংসী এই বন্যায় প্রাণহানির জন্য দুঃখ প্রকাশ করেছেন। বন্যার পর এলাকা দ্রুত পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। নিহতের এবং নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘যারা এই মুহুর্তে এখনও প্রিয়জনকে খুঁজছেন, পুরো স্পেন তাঁদের সঙ্গে কাঁদছে।’ প্রধানমন্ত্রী বন্যায় হতাহতের জন্য দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। বন্যায় নিহতের প্রতি সমবেদনা জানাতে গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে এক মিনিট নীরবতা পালন করা হয়।