সম্প্রতি চেন্নাই সফরের সময় অস্বস্তিতে পড়েছিলেন কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল খট্টর। চেন্নাই বিমানবন্দরের নতুন ভিআইপি লাউঞ্জে নিয়ে যাওয়ার পরিবর্তে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছিল একটি পুরনো এবং অব্যবহৃত লাউঞ্জে। তারফলে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল মন্ত্রীকে। কেন এমন ভুল হল তা নিয়ে এবার তদন্তের নির্দেশ দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) আধিকারিকদের মধ্যে যোগাযোগের সমন্বয়ের অভাবের কারণে এরকম ঘটেছে।
আরও পড়ুন: রামরহিমকাণ্ডে কোণঠাসা হয়েও ধরে রাখতে পেরেছিলেন পদ! খট্টরের রাজনৈতিক সফর একনজরে
কয়েকদিন আগে চেন্নাই সফরে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। সেই সময় এমন বিভ্রাট ঘটে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একজন ঊর্ধ্বতন আধিকারিক জানান, মন্ত্রী রাজ্য সরকারের সঙ্গে বৈঠকের জন্য চেন্নাই বিমানবন্দরে নেমেছিলেন। সম্প্রতি এই বিমানবন্দরে ভিভিআইপিদের জন্য নতুন লাউঞ্জ তৈরি হয়েছে। বিমানবন্দরে ভিভিআইপিদের পুরনো লাউঞ্জটি এখন ব্যবহার করা হয় না।
জানা গিয়েছে, মন্ত্রী বিমানে অবতরণ করার পর ভিভিআইপিদের পরিবহনের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি গাড়ি বিমানের কাছে পাঠানো হয়েছিল। সেই গাড়িটি মন্ত্রীকে নিয়ে সোজা বিমানবন্দরের পুরানো অব্যবহৃত ভিআইপি লাউঞ্জে চলে যায়। গাড়িটি সেখানে নামিয়ে দেয় মন্ত্রীকে। এদিকে, মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সমস্ত আধিকারিক এবং দলের কর্মীরা উপস্থিত ছিলেন নতুন ভিআইপি লাউঞ্জে। এই অবস্থায়, পুরনো লাউঞ্জে কাউকে দেখতে না পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছিলেন মন্ত্রী। শেষ পর্যন্ত কাউকে দেখতে না পেয়ে তিনি নিজেই দলের নেতাদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, মন্ত্রীর জন্য তাঁরা দীর্ঘক্ষণ ধরে সত্যিই লাউঞ্জে অপেক্ষা করেছেন।