বা♚ংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানাল না ভারতের বিদেশ মন্ত্রক।
আরও পড়ুন: বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে 💮বৈঠকে ভারতের বিদেশমন্ত্রী, করলেন বাংলায় টুইট
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচ💜ি বলছেন, 'ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর এখন ঢাকা সফর করছেন। তিনি বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তাই এখন আমি এই বিষয়ে কিছু বলতে পারব না। আগে সফর শেষ হোক। তারপর আমর﷽া দেখব।' অরিন্দম জানিয়েছেন, 'সাধারণত আমরা যদি কোনও দেশ থেকে কোনও অনুরোধ পাই, তাহলে তা নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলি না।'
আরও পড়ুন: খেলার মাঠ ‘দখল’ পুলিশের, প্🉐রতিবাদ করায় কিশোর ও মা'কে আটক, ক্ষোভের মুখে ছাড়া হল
গত মঙ্গলবার এ কে আবদুল মোমেন সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন, র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্💯ট্রে ৪৫ লাখ ভারতীয় বসবাস করেন। তাঁরা খুব প্রভাবশালী। তাঁরাও বিষয়টি নিয়ে কথা বলেছেন। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক এই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাল না।
(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে꧂ ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)