'ব্রিটেন লন্ডন সরকারের তরফে আট কোটি টাকা জমা পড়েছে। সেই টাকা পাওয়ার জন্য ১৯,৯০০ টাকা পাঠাতে হবে।'দুর্গাপুজোর আগে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভুয়ো শংসাপত্রের ছবি ছড়িয়ে পড়েছে। যা নিয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেল (@PIBFactCheck)। এমন যদিও কোনও শংসাপত্র সংক্রান্ত মেসেজ পেয়ে থাকেন, তাহলে সাবধান। নাহলে জালিয়াতির ফাঁদে পড়ে যেতে পারেন। পিআইবির তথ্য যাচাইকারী টুইটার হ্যান্ডেলের তরফে সেই ভুয়ো শংসাপত্রের ছবি পোস্ট করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়েছে, 'ভুয়ো সতর্কবার্তা : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে এরকম একটি ডিপোজিট সার্টিফিকেট ছড়িয়েছে। যাতে বলা হয়েছে, আরবিআইয়ের তরফে উপভোক্তারা সুবিধা নেওয়ার জন্য ১৯,৯০০ টাকা জমা দিতে বলা হচ্ছে।' তবে এই ধরনের প্রতারণার একেবারেই নতুন নয়। গত মাসেও একই ধরনের জালিয়াতির বিষয়ে সতর্ক করেছিল @PIBFactCheck। জানানো হয়েছিল, আরবিআইয়ের এরকম কোনও স্কিম নেই। সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতে কোনও জালিয়াতি চক্র সেই ফাঁদ পেতেছে। যে জালিয়াতি চক্রের তরফে দাবি করা হয়েছে, ১২,৫০০ টাকা দেওয়ার ৩০ মিনিটের মধ্যে একজন ‘অনলাইন ব্যাঙ্ক ম্যানেজার’ ৪.৬২ কোটি টাকা পাঠিয়ে দেবে। তারা আরবিআইয়ের হয়ে কাজ করে দাবি করা হয়েছে। এমনকী ভুয়ো ওয়েবসাইটে তো ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের ছবিও দেওয়া হয়েছে বলে জানায় পিআইবি। সঙ্গে বলা হয়, ‘আরবিআইয়ের নামে এরকম ভুয়ো চিঠি বা স্কিমের ফাঁদে পড়বেন না।' বিশেষ দ্রষ্টব্য : সাইবার জালিয়াতি বা অনলাইন জালিায়াতির বিষয়ে অভিযোগ জানানোর জন্য 155260 নম্বরে ফোন করুন বা cybercrime.gov.in-এ যান।