পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সে ডেরা গাাজি খান এলাকায় এক জনসভায় বক্তব্য রাখছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পঞ্জাবি ভাষায় তিনি বক্তব্য রাখছিলেন স্থানীয় জনতার সামনে। সেখানেই ভাষণ দিতে গিয়ে প্রবল উত্তেজিত দেখায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। জনসভার মঞ্চ থেকে তিনি ভারতকে পিছনে ফেলার হুঙ্কার দেন। ঠিক কী বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী? দেখে নিন।
জনসভার মঞ্চে দেখা যায়, কখনও শূন্যে মুষ্ঠি ছুড়ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। কখনও বা হাত তুলে উত্তেজিত বার্তা দিচ্ছেন তিনি। সেই মঞ্চ থেকে তিনি বলেন,'আমরা যদি ভারতকে পিছনে না ফেলে দিই, তাহলে আমার নামও শাহবাজ শরিফ নয়। আমরা রাত, দিন ধরে কাজ করব। আমরা পাকিস্তানকে মহান দেশ বানাব, আর ভারতকে পিছনে ফেলে দেব।' প্রসঙ্গত, পাকিস্তানের উন্নয়নের নিরিখে তিনি ভারতকে পিছনে ফেলে দেওয়ার হুঙ্কার দিয়েছেন বলে বেশ কিছু মিডিয়া রিপোর্টের দাবি। পাকিস্তানের পঞ্জাব প্রভিন্সের যে এলাকায় তিনি ভাষণ দিচ্ছিলেন, সেই ডেরা গাজি খান এলাকায় তিনি একাধিক প্রজেক্টের উদ্বোধন করেন। আর সেই প্রজেক্টের উদ্বোধনের সময়ই উত্তেজনার বশবর্তী হতে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। তিনি বলেন,' আমি নওয়াজ শরিফের ফ্যান। আমি ওঁর আশীর্বাদধন্য জীবনের নামে শপথ নিয়ে বলছি, যতদিন আমার প্রাণ থাকবে, আমি এটা করে যাব। আর আমরা একসঙ্গে কাজ করে যাব পাকিস্তানকে আবার মহান বানাতে আর ভারতকে হারাতে।'
( Earthquake in Kolkata :মঙ্গলের ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা! রিখটার স্কেলে মাত্রা ৫.১, কম্পন অনুভূত ওড়িশা, বাংলাদেশে)
( Bangladesh:'প্রতিদিন দোষারোপ… দিল্লির সঙ্গে কী সম্পর্ক চায় ঠিক করুক’ ঢাকা, জয়শংকর বার্তা দিতেই বাংলাদেশের তৌহিদ বললেন…)
( UN on War: ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি নিয়ে প্রস্তাব গৃহিত রাষ্ট্রসংঘে, ভোটাভুটিতে ভারতের অবস্থান কী ছিল?)
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর 'ভারতকে হারাব' তোপের দৃশ্য ভিডিয়ো বন্দি হয়। ভিডিয়ো মুহূর্তে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। এদিকে, কয়েক দিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তিনি ফের একবার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে চান। এদিকে, ভারত জানিয়েছে যে , দ্বিপাক্ষিক কথা একমাত্র হতে পারে, যদি পাকিস্তানের মাটি থেকে মুছে যায় সন্ত্রাস। অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর হুঙ্কারের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নিয়ে ট্রোলও হয়েছে বহু।