আয়করের ক্ষেত্রে এবারের বাজেটে স্বস্তি দিতে পারে কেন্দ্রীয় সরকার। এমনই প্রত্যাশা তৈরি হচ্ছে ক্রমে। এরই মাঝে জানা যাচ্ছে, করদাতাদের ক্রমে পুরনো কর কাঠামো থেকে নয়া কর কাঠামোতে আকৃষ্ট করতে বদ্ধপরিকর সরকার। এই আবহে নয়া কর কাঠামোয় কোনও 'ছাড়'-এর বিধান না আনলেও 'স্ল্যাব' পরিবর্তন করতে পারে কেন্দ্রীয় সরকার। এর আগে গতবছর চাকরিজীবী করদাতাদের জন্যে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ৭৫ হাজার টাকা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি দাবি করেছিলেন, নয়া সিদ্ধান্তের ফলে ১৭ হাজার ৫০০ টাকা করে 'লাভ' হবে করদাতাদের। (আরও পড়ুন: নিউ ইয়র্ক ও নিউ জার্সির গুরুদ্বারগুলিতে মার্কিনি অভিযান, কীসের খোঁজ চলছে?)
আরও পড়ুন: ভারতের থেকে ব্রহ্মোস কেনা প্রায় চূড়ান্ত ইন্দোনেশিয়ার? কত দাম পড়বে মিসাইলের
এরই মাঝে টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হল, নয়া বাজেটে এই স্ট্যান্ডার্ড ডিডাকশন আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে সরকারের অন্দরে। এদিকে এসবিআই প্রস্তাব দিয়েছে যাতে পুরনো কর কাঠামো পুরোপুরি তুলে দেওয়া হয়। এরই সঙ্গে এসবিআই প্রস্তাব দিয়েছে, যাতে নয়া কর কাঠামোয় মেডিক্যাল ইনস্যুরেন্সের ক্ষেত্রে ৫০ হাজার টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হোক। এবং এনপিএস-এর ক্ষেত্রে ছাড় দেওয়া হোক ১ লাখ টাকা পর্যন্ত। এরই সঙ্গে মেডিক্যাল ইনস্যুরেন্সের প্রিমিয়ামের ওপর তেকে জিএসটি সরানোরও প্রস্তাব দিয়েছে এসবিআই। (আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কে থাকতে হলে এবার করাতে হবে রেজিস্ট্রেশন, নয়ত যেতে হবে জেলে)
আরও পড়ুন: ফসল কেটে নিয়ে যাওয়ার অভিযোগ, সীমান্তে 'সংঘর্ষে' জখম ২ ভারতীয়, মৃত ১ বাংলাদেশি
এদিকে এর আগে এবারের বাজেটে ২৫ শতাংশ আয়করের একটি নয়া স্ল্যাব আনতে পারে কেন্দ্রীয় সরকার। এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক রিপোর্টে। এর আগে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাজেট অধিবেশনে প্রত্যক্ষ কর সংক্রান্ত একটি নয়া বিল উত্থাপন করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর এবার মানিকন্ট্রোলের রিপোর্টে দাবি করা হল, নয়া কর কাঠামোর দিকে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে সরকার বেশ কিছু পরিবর্তন আনতে পারে এবারের বাজেটে। তার মধ্যে ২৫ শতাংশের নয়া একটি আয়কর স্ল্যাব চালুর সম্ভাবনা রয়েছে। এছাড়াও ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপরে কোনও আয়কর যাতে না দিতে হয়, সেই সম্পর্কিত ঘোষণাও করা হতে পারে এবারের বাজেটে। ওদিকে রিপোর্ট অনুযায়ী, ১৫ থেকে ২০ লাখের আয়ে ২৫ শতাংশ করের একটি স্ল্যাব আনা হতে পারে এবারের বাজেটে। (আরও পড়ুন: যৌথ সংসদীয় কমিটির অনুমোদন পেল ওয়াকফ বিল, বিরোধীদের ৪৪ সংশোধনীই খারিজ)