মধ্যপ্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় এবার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা অমিত মালব্য।মালব্য় এনিয়ে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁর দাবি, কংগ্রেস এটা টুইট করেছিল। পরে সেটা মুছে দেওয়া হয়। তবে হিন্দুস্তান টাইমস বাংলা এনিয়ে যাচাই করতে পারেনি। আর কংগ্রেসের দাবি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ফেক ভিডিয়ো সামনে আনা হচ্ছে।অমিত মালব্যর দাবি, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। শেষের দিকটা শুনুন। কংগ্রেস এমপি এটা পোস্ট করেও সরিয়ে নিয়েছে। এটা কংগ্রেসের আসল সত্য। এবার এনিয়ে কংগ্রেসের জয়রাম রমেশ জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রায় জনতার প্রচুর সাড়া মিলেছে। আর সেই যাত্রাকে অপমান করার জন্য বিজেপি যা খুশি তাই করছে। আমরা এনিয়ে আইনগত ব্যবস্থা নেব। তাদের যোগ্য জবাব দেওয়া হবে।প্রসঙ্গত বর্তমানে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্ট ভদ্র ওই পদযাত্রায় অংশ নিয়েছেন। খারগোনে জেলা থেকেও যাত্রা শুরু করেছিলেন রাহুল গান্ধী। আগামী ৪ ডিসেম্বর ইন্দোর, উজ্জয়িনী হয়ে এই যাত্রা রাজস্থানে প্রবেশ করবে।