বাংলা নিউজ > ঘরে বাইরে > Bagmati Express Accident: ‘সব বাথরুমগুলোতে খুঁজলাম, কেউ আটকে পড়েনি তো!’ দুর্ঘটনায় বাগমতি এক্সপ্রেস, কীভাবে উদ্ধারকাজ?
পরবর্তী খবর
দাঁড়িয়ে থাকা মালগাড়ির পেছনে ধাক্কা দিয়েছিল বাগমতি এক্সপ্রেস। তবে এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যুর কোনও ঘটনা হয়নি। তবে সূত্রের খবর, দুর্ঘটনার পরেই তিরুভুল্লার পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। যার জেরে বাগমতীতে কার্যত মৃত্যুর কোনও নজির নেই এই দুর্ঘটনায়।