Number Analysis of Congress' Electoral Success: ৫২ থেকে একলাফে ৯৯, ২৪-এ BJP-র বিরুদ্ধে কংগ্রেসের স্ট্রাইকরেট কত? Updated: 05 Jun 2024, 12:35 PM IST Abhijit Chowdhury ছিল ৫২। হল ৯৯। ২০১৯ সালের তুলনায় এবার অবশ্য ভোটের হার বেড়েছে মাত্র ১.৭ শতাংশ। এই আবহে এত সংখ্যক আসন কীভাবে বাড়ল কংগ্রেসের? আসলে এবারে বিজেপির বিরুদ্ধে হাত শিবিরের স্ট্রাইকরেট বেড়েছে। এই পরিস্থিতিতে দেখে নিন কংগ্রেসের ভোট অঙ্ক।