৪০০ কোটি টাকা ভ্যালুয়েশনের 'দ্য ম্যান কোম্পানি' নামক সংস্থা কিনে নিচ্ছে ইমামি। এদিকে দ্য ম্যান কোম্পনিতে বিনিয়োগ ছিল বলিউড তারকা আয়ুষ্মান খুরানার। জানা যাচ্ছে, ইমামি দ্য ম্যান কোম্পানি কিনে নেওয়ার ফলে আয়ুষ্মান নিজের বিনিয়োগের ৪০০ শতাংশ রিটার্ন পেতে চলেছেন।