Warning signs for India in Final: ২ ‘দুর্বল লিঙ্ক’, নার্ভ ফেল না হওয়া প্রোটিয়া- কোন ৫ বিষয় নিয়ে চিন্তা আছে ভারতের? Updated: 29 Jun 2024, 05:05 PM IST Ayan Das অপরাজিত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। কিন্তু সেটার মানে মোটেও এই নয় যে ভারত একেবারে নিখুঁত খেলেছে। ভারতের একাধিক জায়গায় ফাঁক আছে। যা ভরাট করতে না পারলে ফাইনালে বিপদ হতে পারে। কোন কোন বিষয়গুলি নিয়ে চিন্তায় থাকবে ভারত?