Arshad Nadeem Profile: কঞ্চি দিয়ে বানাতেন জ্যাভেলিন, বছরে ১ বার জুটত মাংস- অভাবনীয় লড়ে সোনা জয় নাদিমের Updated: 09 Aug 2024, 05:33 PM IST Ayan Das পাকিস্তানের মিঁয়া চান্নুর একটা অখ্যাত গ্রাম থেকে উঠে এসে অলিম্পিক্সে সোনা জিতেছেন আরশাদ নাদিম। পাকিস্তানের ইতিহাসে প্রথম অ্যাথলিট হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন। তাঁর লড়াইটা কেমন ছিল, সেটা দেখে নিন।