মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পাচ্ছেন ভারতীয় শ্যুটার মনু ভাকের। কদিন আগেই তাঁর বাবা দাবি করেছিলেন, মেয়ে এই পুরস্কারের জন্য নিজের নাম মনোনীত করেছিলেন। গুঞ্জন ছড়িয়েছিল, ভারতের হয়ে প্যারিসে জোড়া অলিম্পিক্সপদকজয়ী নাম নাকি বাদ পড়েছে খেলরত্ন পুরস্কার প্রাপকের তালিকা থেকে, যদিও সেটা হল না।