SBI Loan interest rates slashed: গৃহঋণ থেকে কারলোনে সুদের হার কমানোর ঘোষণা SBI-এর, একনজরে বিশদ তথ্য Updated: 17 Feb 2025, 03:08 PM IST Abhijit Chowdhury গত ৭ ফেব্রুয়ারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ০.২৫ শতাংশ রেপো রেট কমিয়েছিল। এর ফলে বর্তমানে রেপো রট ৬.২৫ শতাংশ। এই আবহে এবর ঋণের হার কমানোর ঘোষণা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।